প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে ২ লক্ষ কোটি টাকার একাধিক প্রকল্পের সূচনা এবং শিলান্যাস করবেন। জাতীয় গ্রিন হাইড্রজেন মিশনের অধীনে বিশাখাপত্তনমের কাছে পুদিমাডাকাতে তিনি NTPC গ্রিন এনার্জি লিমিটেডের অত্যাধুনিক গ্রিন হাইড্রজেন হাব প্রকল্পের শিলান্যাস করবেন। একইসঙ্গে তিনি ১৯,৫০০ কোটি টাকার বেশ কয়েটকটি রেল এবং সড়ক প্রকল্পেরও সূচনা করবেন। এরপর তাঁর আনাকাপল্লী জেলায় নাক্কাপল্লীতে বাল্ক ড্রাগ পার্কের শিলান্যাসের কর্মসূচী রয়েছে। শ্রী মোদী তিরুপতি জেলায় কৃষ্ণাপটনম ইন্ডাস্ট্রিয়াল অঞ্চল (KRIS CITY) –এরও শিলান্যাস করবেন। ১০,৫০০ কোটি টাকার এই প্রকল্পে প্রায় এক লক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
Site Admin | January 8, 2025 10:41 AM