মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

July 11, 2024 12:24 PM

printer

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাশিয়া ও অস্ট্রিয়া,  দু দেশের সরকারি সফর শেষ করে নতুনদিল্লি পৌঁছেছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাশিয়া ও অস্ট্রিয়া,  দু দেশের সরকারি সফর শেষ করে নতুনদিল্লি পৌঁছেছেন। তিনি সোমবার রাশিয়া এবং অস্ট্রিয়ায় তিন দিনের সরকারী সফর শুরু করেন। সফরের প্রথম পর্বে মস্কো এবং দ্বিতীয় ও শেষ পর্যায়ে ভিয়েনায় যান। তিনি বলেন যে তাঁর অস্ট্রিয়া সফর ঐতিহাসিক এবং অত্যন্ত ফলপ্রসূ।  সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি বলেছেন,  এই সফর দু দেশের মধ্যে সৌহার্দের সম্পর্ককে  নতুন মাত্রা দেবে। ভিয়েনায় বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি আনন্দিত। শ্রী মোদী চ্যান্সেলর কার্ল নেমার, অস্ট্রিয়ার সরকার এবং জনগণকে তাদের আতিথেয়তা এবং উষ্ণতার জন্য কৃতজ্ঞতা জানান।           

ভিয়েনায় অস্ট্রিয়ার চ্যান্সেলর নেমারের সঙ্গে আলোচনার পর, প্রধানমন্ত্রী বলেন, তাঁরা দুদেশের  সম্পর্কের জন্য একটি কৌশলগত দিকনির্দেশনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। উভয় দেশ পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করতে নতুন নতুন ক্ষেত্রকে চিহ্নিত করেছে। চ্যান্সেলরের সঙ্গে  এক যৌথ বিবৃতিতে, শ্রী মোদি বলেন যে তারা পশ্চিম এশিয়ার পরিস্থিতি বা ইউক্রেনের সংঘাত সহ বিশ্বের বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতি নিয়েও বিস্তারিত আলোচনা করেছেন।   

ভারত ও অস্ট্রিয়া পরিকাঠামো উন্নয়ন, উদ্ভাবন, পূনরনবীকরনযোগ্য জ্বালানী, হাইড্রোজেন, জল এবং বর্জ্য ব্যবস্থাপনা, কৃত্রিম বুদ্ধিমত্তার মতো ক্ষেত্রে একসঙ্গে কাজ করবে। প্রধানমন্ত্রী বলেন, অস্ট্রিয়াকে আন্তর্জাতিক সৌর জোট , কোয়ালিশন ফর ডিজাস্টার রেসিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার-সিডিআরআই এবং জৈবজ্বালানী জোটে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।   

চ্যান্সেলর নেমারের সঙ্গে অস্ট্রিয়া এবং ভারতের বিভিন্ন সংস্থার মূখ্য কার্যনির্বাহী আধিকারিকদের মতবিনিময়ের এক অনুষ্ঠানে তিনি যোগ দেন।  প্রধানমন্ত্রী অস্ট্রিয়ার শিল্পপতিদের বলেন, ভারতে বিভিন্ন ক্ষেত্রে নতুন নতুন  সুযোগ তৈরি হচ্ছে। একে কাজে লাগানোর  আহ্বান জানান  তিনি।   

শ্রী মোদী নোবেলজয়ী পদার্থবিজ্ঞানী অ্যান্টন সাইলিংগারের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে, আধ্যাত্মিকতা নিয়ে আলোচনার পাশাপাশি কোয়ান্টাম প্রযুক্তির সম্ভাবনাগুলি নিয়েও মতবিনিময় করেন তাঁরা। তিনি অস্ট্রিয়ার বিশিষ্ট ভারততত্ত্ব বিশেষজ্ঞ অধ্যাপক  বির্গিট কেলনার, ডঃ মার্টিন গেনজলে, ডঃ বোরাইন লারিওস এবং ডঃ করিন প্রিসেনডাঞ্জের সঙ্গে সাক্ষাৎ করেন।  

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন