প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে রেলের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। যোগাযোগ ব্যবস্থাকে আরও জোরদার করার লক্ষ্যে নতুন জম্মু রেল বিভাগের প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন। এই রেল বিভাগ গঠনের ফলে জম্মু-কাশ্মীর এবং পার্শ্ববর্তী অঞ্চলগুলির জনগণের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূরণ হবে। পাঠানকোট-জম্মু-উধমপুর-শ্রীনগর-বারামুল্লা, ভোগপুর সিরওয়াল-পাঠানকোট, বাটালা-পাঠানকোট থেকে যোগিন্দর নগর সেকশন নিয়ে এটি গঠিত।
শ্রী মোদী আজ তেলেঙ্গানার চারলাপল্লি নতুন টার্মিনাল স্টেশনের উদ্বোধনের পাশাপাশি ইস্ট কোস্ট রেলের রায়গড়া রেল বিভাগ ভবনের শিলান্যাস করেন। মেডচাল-মালকাজগিরি জেলার চারলাপল্লী নতুন টার্মিনাল স্টেশনটি নির্মানে প্রায় ৪১৩ কোটি টাকা খরচ হয়েছে।
অন্যদিকে, রায়গড়া রেল বিভাগের ভবনটি ওড়িশা, অন্ধ্রপ্রদেশ ও সংলগ্ন এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি ওই অঞ্চলের সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়ন ঘটাবে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, জম্মু-কাশ্মীর, তেলেঙ্গানা ও ওড়িশায় রেল পরিকাঠামো প্রকল্পগুলির সূচনার ফলে পর্যটনের প্রসার ঘটবে। দেশ উন্নত ভারতের সংকল্প অর্জনে সচেষ্ট। গত দশক হল ভারতীয় রেলের রূপান্তরের দশক এবং তা দেশের চিত্র সম্পূর্নরূপে বদলে দিয়েছে। শ্রী মোদী বলেন, বর্তমানে ভারত রেললাইনের ১০০ শতাংশ বৈদ্যুতিকীকরণের লক্ষ্য নিয়ে চলেছে। রেলে্র বিভিন্ন প্রকল্পের মাধ্যমে মেক ইন ইন্ডিয়া কর্মসূচীকে আরো এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে বলেও প্রধানমন্ত্রী উল্লেখ করেন।