মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

January 6, 2025 8:50 AM

printer

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে বিভিন্ন রেল প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে বিভিন্ন রেল প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। তিনি আজ সদ্য গঠতি নতুন জম্মু-র রেলওয়ে বিভাগের উদ্বোধন করবেন। তেলেঙ্গানার চারলাপল্লীর নতুন টার্মিনাল স্টেশনের উদ্বোধন এবং পূর্ব উপকূল রেলওয়ে রায়গাদা রেলওয়ে ডিভিশন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করারও কথা রয়েছে তাঁর।

আমাদের সংবাদদাতা জানাচ্ছেন, জম্মুতে রেলওয়ে বিভাগ তৈরি করা হলে জম্মু-কাশ্মীর এবং আশপাশের অঞ্চলগুলির উন্নতি আরও প্রসারিত হবে এবং মানুষের দীর্ঘদিনের অমীমাংশিত আকাঙ্ক্ষা পূরণ করবে। এটি পাঠানকোট–জম্মু–উধমপুর–শ্রীনগর–বারামূলা, ভোগপুর সিরওয়াল – পাঠানকোট, বাটালা – পাঠানকোট এবং জগিন্দরনগরের অংশ নিয়ে গঠিত হবে। এরফলে পরিকাঠামো উন্নয়ন এবং পর্যটন ব্যবস্থা আরও উন্নত হবে। এই অঞ্চলের সামগ্রী আর্থ সামাজিক ব্যবস্থার পরিবর্তন ঘটবে।

তেলেঙ্গানার মেদচাল-মালকাজগিরি জেলার চারলাপল্লী নতুন টার্মিনাল স্টেশনটি নির্মাণে ৪১৩ কোটি টাকা ব্যয় হয়েছে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন