মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

January 5, 2025 9:50 PM

printer

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দিল্লীতে ১২ হাজার ২০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত বিভিন্ন প্রকল্পের সূচনা ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দিল্লীতে ১২ হাজার ২০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত বিভিন্ন প্রকল্পের সূচনা ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। প্রকল্পগুলির লক্ষ্য আঞ্চলিক সংযোগ ও পরিবহনকে আরও সহজ করা।  এদিন সাহিবাবাদ RRTS স্টেশন থেকে নিউ অশোকনগর RRTS Station পর্যন্ত নমো ভারত ট্রেনে সওয়ার হন তিনি।

         শ্রী মোদী বলেন, কেন্দ্রীয় সরকারের কাছ থেকে দিল্লি রাজধানী অঞ্চল আজ একটি বড়সড় উপহার পেলো। এর ফলে শহরাঞ্চলে যাতায়াত ব্যবস্থা আরও বিস্তৃত হবে। তাঁর আজকের ট্রেন সফরের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ভারতের উন্নত শহরগুলির পরিবহণ ব্যবস্থার অগ্রগতির এটি একটি উজ্জ্বল দৃষ্টান্ত।  নমো ভারত প্রকল্পটি পরিপূর্ণভাবে রূপায়িত হলে দিল্লি-মিরাট যাত্রাপথে পরিবহণ ব্যবস্থার গুরুত্বপূর্ণ পরিবর্তন হবে। ভারতের মেট্রো নেটওয়ার্ক এক হাজার কিলোমিটার যাত্রাপথের দূরত্ব সীমা ছুঁয়েছে। ২০১৪ সালে তিনি যখন ক্ষমতায় এসেছিলেন, তখন মেট্রোরেল মানচিত্রে ভারত, প্রথম দশের মধ্যে ছিল না, কিন্তু গত ১০ বছরে মেট্রোরেল ব্যবস্থার ক্রমাগত উন্নতির ফলে ভারত এখন এক্ষেত্রে তৃতীয় স্থানে উঠে এসেছে বলে তিনি জানান।

 গত দশকে দেশের প্রধান লক্ষ্য ছিল পরিকাঠামো উন্নয়ন। ১০ বছর আগে পরিকাঠামো উন্নয়নে বাজেট ধার্য করা হতো মাত্র ২ লক্ষ কোটি টাকা। বর্তমানে বাজেট বরাদ্দ বেড়ে হয়েছে ১১ লক্ষ কোটি টাকারও বেশি। জোর দেওয়া হয়েছে আধুনিক সংযোগ ব্যবস্থা এবং এক শহরের সঙ্গে আর এক শহরের যোগাযোগকে আরও নিবিড় করার ওপরেও। শ্রী মোদী বলেন, দিল্লীতে বহুমুখী লজিস্টিক্স হাব নির্মিত হতে চলেছে। এর সঙ্গে দিল্লি রাজধানী অঞ্চলের দুটি করিডোরের মাধ্যমে যোগাযোগ স্থাপন করা হবে। নতুন দিল্লীর রোহিণীতে সেন্ট্রাল আয়ুর্বেদ রিসার্চ ইনস্টিটিউটের নতুন স্টেট অফ দা আর্ট বিল্ডিং এর শিলান্যাস ও করেন তিনি। এটি তৈরি করতে ব্যয় হবে প্রায় ১২৫ কোটি টাকা।      

  আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আবাস ও নগরোন্নয়ন মন্ত্রী মনোহর লাল, দিল্লীর উপরাজ্যপাল বিনয় কুমার সাক্সেনা এবং মুখ্যমন্ত্রী আতিশী।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন