মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

January 5, 2025 3:39 PM

printer

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সাহিবাবাদ থেকে নিউ অশোকনগরের মধ্যে দিল্লি – গাজিয়াবাদ-মীরাট নম ভারত করিডোরের সূচনা করেছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সাহিবাবাদ থেকে নিউ অশোকনগরের মধ্যে দিল্লি – গাজিয়াবাদ-মীরাট নম ভারত করিডোরের সূচনা করেছেন। তিনি ওই রুটে নম ভারত ট্রেনে যাত্রা করেন। ট্রেনের ভেতরে স্কুল পড়ুয়া শিশুদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। এছাড়াও প্রধানমন্ত্রী দিল্লিতে আজ ১২ হাজার ২-শো কোটি টাকারও বেশি ব্যয়ে নির্মিত  এক গুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করছেন। এর মধ্যে রয়েছে, জনকপুরী ও দিল্লি মেট্রোর চতুর্থ পর্যায়ের কাজ, নতুন দিল্লি রোহিনী কেন্দ্রীয় আয়ুর্বেদ গবেষণা প্রতিষ্ঠানের জন্য নতুন অত্যাধুনিক ভবনের শিলান্যাস ইত্যাদি।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন