মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

January 5, 2025 11:49 AM

printer

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দিল্লীতে ১২,২০০ কোটির টাকারও বেশি একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দিল্লীতে ১২,২০০ কোটির টাকারও বেশি একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। শাহিবাবাদ থেকে নিউ অশোকনগরের মধ্যে দিল্লী-গাজিয়াবাদ-মিরাট নম ভারত করিডরের ১৩ কিলোমিটার অংশেরও তিনি আজ সূচনা করবেন। শাহিবাবাদ RRTS স্টেশন থেকে নিউ অশোকনগর RRTS স্টেশন পর্যন্ত নমঃ ভারত ট্রেনে চড়বেন তিনি। জনকপুরী এবং দিল্লী মেট্রোর চতুর্থ পর্যায়ের কৃষ্ণা পার্কের মধ্যে ২.৮ কিলোমিটার অংশেরও তিনি আজ উদ্বোধন করবেন। এই প্রকল্পের মোট ব্যয় ১,২০০ কোটি টাকা। পশ্চিম দিল্লীর কৃষ্ণা পার্ক, বিকাশপুরীর কিছু অংশ, জনকপুরী এবং অন্যান্য অঞ্চলগুলি এই নতুন রুট চালু হলে উপকৃত হবে।

এছাড়াও প্রধানমন্ত্রী দিল্লী মেট্রোর চতুর্থ পর্যায়ের ২৬.৫ কিলোমিটার দীর্ঘ রিথালা কুন্ডলী বিভাগের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এই প্রকল্পের মোট ব্যয় ৬, ২৩০ কোটি টাকা। এই করিডোরটি দিল্লীর রিথালাকে হরিয়ানার নাথুপুরের সঙ্গে সংযুক্ত করবে।  

এছাড়াও নতুন দিল্লীর রোহিনী কেন্দ্রীয় আয়ুর্বেদ গবেষণা প্রতিষ্ঠানের জন্য নতুন অত্যাধুনিক ভবনের শিলান্যাস করবেন।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন