মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

January 4, 2025 4:29 PM

printer

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিল্লিতে আজ গ্রামীণ ভারত মহোৎসব ২০২৫-এর উদ্বোধন করেন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গ্রামীণ ভারতের ক্ষমতায়নের ওপর জোর দিয়েছেন। আজ দিল্লিতে গ্রামীণ ভারত মহোৎসব ২০২৫-এর উদ্বোধন করে তিনি দেশের গ্রামগুলিকে বিকাশ এবং সুযোগের এক গতিশীল কেন্দ্র হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। ‌ 

প্রধানমন্ত্রী বলেন, ২০১৪ সাল থেকে সরকার নিরবচ্ছিন্নভাবে গ্রামীণ ভারতের সেবা করে যাচ্ছে। ‌গ্রামীণ মানুষের মর্যাদাপূর্ণ জীবন যাপনের ওপর অগ্রধিকার দেওয়া হচ্ছে। এই লক্ষ্য অর্জনে সরকার প্রত্যেক গ্রামে নূন্যতম সুযোগ-সুবিধা নিশ্চিত করতে অভিযান শুরু করেছে। শ্রী মোদি উল্লেখ করেন, গ্রামীণ সমাজকে স্বয়ংসম্পূর্ণ করে তুলতে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির অধীনে তিন লক্ষ্য কোটি টাকা দেওয়া হয়েছে কৃষকদের। 

প্রধানমন্ত্রী বলেন গ্রামাঞ্চলের মানুষের সুবিধা এবং বিকাশের লক্ষ্যে স্বচ্ছ ভারত অভিযান, প্রধানমন্ত্রী আবাস যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা, জল জীবন মিশনের মত প্রকল্পগুলি হাতে নেওয়া হয়েছে। দেশের লক্ষ লক্ষ গ্রামের প্রতিটি পরিবারে পানীয় জল পৌঁছে দেওয়া হচ্ছে। দেড় লক্ষ্যের বেশি আয়ুষ্মান আরোগ্য মন্দিরের মাধ্যমে আরো ভালো স্বাস্থ্য পরিষেবা দেওয়া হচ্ছে। ‌‌

প্রধানমন্ত্রী বলেন, ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে সরকার দেশের সেরা হাসপাতাল এবং চিকিৎসকদের সঙ্গে গ্রামের সংযোগ সংযোগ ঘটিয়েছে। এই প্রসঙ্গে তিনি টেলিমেডিসিনের সুবিধার কথা উল্লেখ করেন। শ্রী মোদি আরও জানিয়েছেন, কয়েকদিন আগেই প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা আরো এক বছরের জন্য বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা।

বছরের শুরুতেই গ্রামীণ ভারত মহোৎসব দেশের উন্নয়নের পথে যাত্রাকে উল্লেখযোগ্য করে তুলেছে‌ বলেও জানান প্রধানমন্ত্রী।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন