প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আজ নতুন দিল্লীতে দাবা চ্যাম্পিয়ন কোনেরু হাম্পি এবং তাঁর পরিবারের সদস্যরা সাক্ষাৎ করেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী হাম্পিকে উচ্চাকাঙ্ক্ষী খেলোয়াড়দের জন্য অনুপ্রেরণার এক উত্স বলে অভিহিত করেছেন। তাঁর মেধা এবং দৃঢ় সংকল্পর জন্য হাম্পি ভারতের জন্য গর্বর কারণ । হাম্পি মহিলাদের বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপের রানার্সআপ এবং দুইবারের মহিলা বিশ্ব র্যাপিড চেজ চ্যাম্পিয়ন। সম্প্রতি তিনি নিউইয়র্কে র্যাপিড চেজে আবার-ও শিরোপা জেতেন। এর আগে ২০১৯ সালে প্রথমবার শিরোপা জিতেছিলেন তিনি।
Site Admin | January 4, 2025 12:11 AM