প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ দিল্লিতে একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। জে জে ক্লাস্টার্সের বাসিন্দাদের জন্য প্রায় ১৭০০ নতুন ফ্ল্যাটের উদ্বোধন এবং যোগ্য উপভোক্তাদের হাতে তার চাবি তুলে দেবেন। দিল্লি উন্নয়ন পর্ষদের বস্তি পুনর্বাসন প্রকল্পের অধীনে দ্বিতীয় পর্যায়ে এই নতুন ফ্ল্যাট গুলি তৈরি করা হয়েছে। উন্নত মানের জীবন যাপন এবং স্বাস্থ্যকর পরিবেশ দেওয়ার লক্ষ্যে জে জে ক্লাস্টার্সের বাসিন্দাদের জন্য এই প্রকল্প হাতে নেওয়া হয়েছিল। এছাড়াও প্রধানমন্ত্রী, দিল্লি বিশ্ববিদ্যালয়ের ৬০০ কোটি টাকা মূল্যের তিনটি নতুন প্রকল্পের শিলান্যাস করবেন। নাজাফগড়ে বীর সাভারকর কলেজেরও শিলান্যাস করবেন তিনি। আকাশবাণী সংবাদদাতা কে দিল্লি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যোগেশ সিং বলেন, পূর্ব দিল্লির সুরজমলবিহারে পূর্ব ক্যাম্পাসে এবং দ্বারকা তে পশ্চিম ক্যাম্পাসে একাডেমিক ব্লকের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
Site Admin | January 3, 2025 10:52 AM