প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল দিল্লিতে বেশ কয়েকটি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্হাপন করবেন। এছাড়াও প্রধানমন্ত্রী দিল্লির অশোক বিহার এলাকায় অর্থনৈতিক দিক থেকে দুর্বলতর শ্রেণীর জন্য ১ হাজার ৬৭৫-টি নব নির্মিত স্বাভিমান ফ্ল্যাটের উদ্বোধন করবেন। নৌরজি নগরে তিনি দুটি পুর উন্নয়ন প্রকল্প ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এবং সরোজিনীনগরে এক গুচ্ছ কোয়ার্টারের উদ্বোধন করবেন।
অন্যদিকে, দ্বারকায় তিনি কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা পর্ষদ সিবিএসই-র একটি সুসংহত একটি অফিস কমপ্লেক্সেরও উদ্বোধন করবেন। এছাড়াও প্রধানমন্ত্রী ৬-শো কোটি টাকা ব্যয়ে দিল্লি বিশ্ববিদ্যালয়ে তিনটি নতুন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্হাপন করবেন। এদিন তিনি নজফগড়ের রোশনপুরায় বীর সাভারকার কলেজের ভিত্তিপ্রস্তর স্হাপন করবেন।