মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

December 29, 2024 10:11 PM

printer

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সংবিধান হল জাতির পথপ্রদর্শক।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সংবিধান হল জাতির পথপ্রদর্শক। আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের ১১৭ তম পর্বে আজ তিনি বলেন,  আগামী বছরের ২৬ জানুয়ারি দেশের সংবিধান কার্যকর হওয়ার ৭৫ বছর পূর্ণ হচ্ছে । সংবিধান সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। ২৬ নভেম্বর সংবিধান দিবস থেকে বর্ষব্যাপী অনুষ্ঠানের সূচনা হয়েছে। দেশের নাগরিকদের সংবিধানের ঐতিহ্যর সঙ্গে যুক্ত থাকার জন্য খোলা হয়েছে একটি ওয়েবসাইট ।

শ্রী মোদী, মন কি বাতের শ্রোতাদের, স্কুল-কলেজ পড়ুয়াদের কাছে  এই ওয়েবসাইটে অংশগ্রহণের অনুরোধ করেন।

      মহাকুম্ভ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, আগামী ১৩’ই জানুয়ারী থেকে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে অনুষ্ঠিত হতে চলেছে লক্ষ কোটি মানুষের মিলন মেলা মহাকুম্ভ।  এজন্য ত্রিবেণী সঙ্গমে ব্যাপক প্রস্তুতি চলেছে। লক্ষ লক্ষ সাধু, কোটি কোটি মানুষ এই অনুষ্ঠানে সমবেত হবেন। বৈচিত্র্যের মধ্যে ঐক্যের এই দৃশ্য বিশ্বের আর কোথাও দেখা যায় না। মহাকুম্ভে অংশগ্রহণের আগে দেশবাসীকে ঐক্যের চেতনা আত্মস্থ করে তিনি সমাজে বিভেদ ও ঘৃণাকে মুছে ফেলার আহ্বান জানান।     

      শ্রী মোদী বলেন, এবার পুণ্যার্থীরা ডিজিট্যাল মহাকুম্ভের সাক্ষী হবেন। ডিজিট্যাল নেভিগেশনের মাধ্যমে মানুষ বিভিন্ন ঘাট, মন্দির এবং সাধুদের আখড়ায় পৌঁছতে পারবেন। এই প্রথমবার কুম্ভমেলায় AI-চ্যাটবট ব্যবহার করা হবে। এখানে কুম্ভ সম্পর্কিত সব তথ্য ১১’টি ভাষায় পাওয়া যাবে। একইসঙ্গে সম্পূর্ণ মেলা চত্বর AI পরিচালিত ক্যামেরার নজরদারিতে থাকবে।  

   প্রধানমন্ত্রী এদিন ‘মন কি বাত’-এ দেশে অ্যানিমেশন সিরিজের জনপ্রিয়তার দিকে আলোকপাত করে বলেন,  ‘KTB- ভারত হ্যায় হাম’ নামে একটি অ্যানিমেশন সিরিজের দ্বিতীয় সিজিন শুরু হয়েছে। এই সিরিজে লোকচক্ষুর অন্তরালে থাকা স্বাধীনতা সংগ্রামীদের জীবন নিয়ে গল্প রয়েছে। দূরদর্শনের পাশাপাশি অন্য OTT প্ল্যাটফর্মেও এটি দেখা যায়। এই সম্ভাবনাময় সৃজনশীল শিল্প শুধুমাত্র দেশের অগ্রগতিতে অবদান রাখছে এমন নয়, দেশের অর্থনীতিকেও নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে।

 চলতি বছর চলচ্চিত্র জগতের প্রখ্যাত ব্যক্তিত্বদের শততম জন্মবার্ষিকী উদ্‌যাপিত হচ্ছে বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, এই সব প্রতিভা, ভারতীয় চলচ্চিত্রকে বিশ্বস্তরে স্বীকৃতী এনে দিয়েছে। এপ্রসঙ্গে রাজ কাপুর, মহম্মদ রফি, আক্কিনেনি নাগেশ্বর রাও, তপন সিন্‌হা প্রমুখের কথা উল্লেখ করেন তিনি।    

আগামী বছর ভারতে প্রথমবার ওয়ার্ল্ড অডিও ভিস্যুয়াল এন্টারটেইনমেন্ট-‘ওয়েভস সামিট’ আয়োজিত হতে চলেছে। প্রধানমন্ত্রী বলেন, এই শীর্ষ সম্মেলন, ভারতকে বিশ্বের দরবারে এক অনন্য স্থানে পৌঁছে দেবে।  তরুণরা এই সম্মেলনে পূর্ণ উৎসাহ নিয়ে যোগ দেবেন বলে তিনি আশা প্রকাশ করেন। বিনোদন ও সৃজনশীল শিল্প সম্মেলনে যুক্ত ব্যক্তিদের ওয়েভস শীর্ষ সম্মেলনে অংশ নেওয়ার আহ্বান জানান শ্রী মোদী।

      মন কি বাত-এ প্রধানমন্ত্রী এদিন ম্যালেরিয়ার বিরুদ্ধে লড়াই-এ দেশের সাফল্যের কথা তুলে ধরেন। তিনি বলেন, স্বাধীনতার সময়’ও স্বাস্থ্য ক্ষেত্রে সবথেকে বড় চ্যালেঞ্জগুলোর মধ্যে ম্যালেরিয়া ছিল অন্যতম। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট বলছে, ২০১৫ থেকে ২০২৩-এর মধ্যে ম্যালেরিয়ায় আক্রান্ত হওয়া ও তার ফলে মৃত্যুর সংখ্যা ৮০ শতাংশ কমে গিয়েছে।

বিশ্ববিখ্যাত মেডিক্যাল জার্নাল ল্যানসেট-এর গবেষণা উদ্ধৃত করে তিনি বলেন, ক্যানসার রোগীর সময়মতো চিকিৎসা শুরু করার ক্ষেত্রে ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্প বড় ভূমিকা পালন করেছে। এই প্রকল্পের কারণে ৯০ শতাংশ ক্যানসার রোগী সময়মতো চিকিৎসা শুরু করতে পেরেছেন। আগে অর্থের অভাবে দরিদ্র রোগীরা ক্যানসার রোগ নির্ণয় ও চিকিৎসা থেকে সরে দাঁড়াতেন, কিন্তু ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্প, অর্থের সমস্যা অনেকটাই কমিয়ে দিয়েছে।  

            ওড়িশার কালাহান্ডি অঞ্চলে অপরিসীম দারিদ্র থেকে উঠে আসার জন্য স্থানীয় কৃষকদের প্রচেষ্টার কথা এদিন তাঁর মন কি বাত-এ উঠে এসেছে। কালাহান্ডির গোলমুন্ডা ব্লকের কৃষকরা ছোট ছোট গোষ্ঠী শুরু করেন। এই গোষ্ঠীর সকলে মিলে FPO বা কৃষক উৎপাদন সংঘ শুরু করেছেন। এই FPO-র বার্ষিক লেনদেন দেড় কোটি টাকার’ও বেশী।

      প্রধানমন্ত্রী বলেন,  নক্সালপন্থী অধ্যুষিত বস্তার জেলার খেলাধূলাকে কেন্দ্র করে নতুন উত্সাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে। এর ফলে মাওবাদী হিংসায় জড়িত অনেকেই সমাজের মূল স্রোতে ফিরে এসেছেন। মন কি বাতে প্রধানমন্ত্রী বস্তার অলিম্পিকের স্বপ্ন বাস্তবে রূপান্তরিত হওয়ার কথা তুলে ধরেন। প্রথমবার আয়োজিত বস্তার অলিম্পিকে ৭টি জেলার প্রায় এক লক্ষ ৬৫ হাজার খেলোয়াড় অংশগ্রহন করেছেন।

নতুন বছরের জন্য দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আগামী বছরে ভারত নতুন উচ্চতা স্পর্শ করবে।  

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন