প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ ভারত মণ্ডপমে বীর বাল দিবসে অংশগ্রহণ করবেন এবং এই উপলক্ষে সমাবেশে ভাষণ দেবেন।
প্রধানমন্ত্রী আজ ‘সুপোষিত গ্রাম পঞ্চায়েত অভিযান’ চালু করবেন। এর লক্ষ্য পুষ্টি-সম্পর্কিত পরিষেবার বাস্তবায়ন জোরদার করার মাধ্যমে শিশুদের পুষ্টির ফলাফল এবং সুস্থতার মানকে আরো উন্নত করা।
দিনটির তাৎপর্য সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং তরুণ সম্প্রদায়কে যুক্ত করতে দেশজুড়ে বিভিন্ন উদ্যোগও চালানো হবে। মাই গভ এবং মাইভারত পোর্টালের মাধ্যমে কুইজ সহ একাধিক অনলাইন প্রতিযোগিতার আয়োজন করা হবে। গল্প বলা, সৃজনশীল লেখা এবং পোস্টার তৈরির মতো আকর্ষণীয় কার্যক্রম স্কুল, চাইল্ড কেয়ার কেন্দ্র এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে করা হবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কারপ্রাপ্তরাও উপস্থিত থাকবেন।