মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

July 9, 2024 11:30 AM

printer

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে আজ মস্কোয় ২২ তম বার্ষিক ভারত-রাশিয়া শীর্ষ সম্মেলনে সহ সভাপতিত্ব করবেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে আজ মস্কোয় ২২ তম বার্ষিক ভারত-রাশিয়া শীর্ষ সম্মেলনে সহ সভাপতিত্ব করবেন। বার্ষিক এই শীর্ষ সম্মেলনে প্রতিরক্ষা, বাণিজ্য, বিনিয়োগ, শক্তি, শিক্ষা সংস্কৃতি সহ দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। পারস্পারিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়েও তারা মত বিনিময় করবেন। ব্রিকস, শাংহাই সহযোগিতা সংগঠন, জি টোয়েন্টি, পূর্ব এশিয়া সামিট এবং রাষ্ট্রসংঘের মত বিভিন্ন সংগঠনে দ্বিপাক্ষিক কার্যকলাপের পরিস্থিতিও দুই নেতা পর্যালোচনা করবেন।

শ্রী মোদী, তিন দিনের রাশিয়া ও অস্ট্রিয়া সফরে গতসন্ধ্যায় মস্কো পৌঁছন। বিমানবন্দরে তাঁকে গার্ড অব অর্নার প্রদান করা হয়। সেদেশের ফার্স্ট ডেপুটি প্রাইম মিনিস্টার ডেনিস মানতুরোভ, ভেনুকোভো টু বিমানবন্দরে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জাননা। রাশিয়ার রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী মোদীর সম্মানে ব্যক্তিগত নৈশভোজের আয়োজন করেন।

আজ প্রধানমন্ত্রী সেদেশে বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে কথা বলবেন। ক্রেমলিনে অজ্ঞাত পরিচয় সেনার স্মৃতি সৌধে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করবেন এবং মস্কোয় রোসাটং প্যাভিলিয়নে এক প্রদর্শন ঘুরে দেখার কর্মসূচীও রয়েছে তাঁর। এর মাঝেই দুই নেতার মধ্যে আলোচনা হবে। তারপর প্রতিনিধ স্তরে বৈঠক হওয়ার কথা রয়েছে।

 সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী অস্ট্রিয়া যাবেন। এটিই হবে তাঁর প্রথম অস্ট্রিয়া সফর। অস্ট্রিয়ার চ্যান্সেলরের সঙ্গে প্রতিনিধি পর্যায়ের আলোচনায় যোগ দেবেন তিনি। চ্যান্সেলর কার্ল নেহাম্মের সামাজিক গণমাধ্যমে একটি পোস্টে বলেছেন,  এই সফর দু দেশের মধ্যে ৭৫ বছরের কূটনীতিক সম্পর্কের নতুন মাইল ফলক স্থাপন করবে। অস্ট্রিয়া মধ্য ইউরোপের একটি গুরুত্বপূর্ণ দেশ। সেদেশের সঙ্গে ভারতের পরিকাঠামো, পুনর্নবীকরণযোগ্য শক্তি, উচ্চ প্রযুক্তি, স্টার্ট আপ সেকটর, মিডিয়া এবং বিনোদন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার সুযোগ রয়েছে।  

শ্রী মোদিও চ্যান্সেলরকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, এই সফর দু দেশের সম্পর্কের ক্ষেত্রে ঐতিহাসিক ভূমিকা নিতে চলেছে। 

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন