মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

December 23, 2024 1:37 PM

printer

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, গোটা দেশজুড়ে, গত দেড় বছরে কমপক্ষে ১০ লক্ষ যুবক-যুবতীদের সরকারী দপ্তরে নিয়োগ পত্র দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, গোটা দেশজুড়ে, গত দেড় বছরে কমপক্ষে ১০ লক্ষ যুবক-যুবতীদের সরকারী দপ্তরে নিয়োগ পত্র দেওয়া হয়েছে। আজ তিনি ভিডিও কনফারেন্সিং- এর মাধ্যমে ৭১ হাজারেরও বেশি প্রাপকের হাতে চাকরীর নিয়োগপত্র তুলে দিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, রোজগার মেলার মাধ্যমে দেশের যুবসমাজের ক্ষমতায়নের পাশাপাশি সম্ভাবনার সুযোগ সৃষ্টি হয়েছে। তিনি বলেন দেশের যুবসমাজের দক্ষতাকে তুলে ধরা এবং তার পূর্ণ সদ্ব্যবহার করা সরকারের অগ্রাধিকার এর মধ্যে পড়ে। সরকারের সঠিক নীতির ফলেই গ্রামীণ ভারতে কর্মসংস্থান এবং স্বনিযুক্তির সম্ভাবনা তৈরী হয়েছে।
 
২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গঠনের অঙ্গীকার গ্রহণ করা হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী বলেন,সরকার মেক ইন ইন্ডিয়া, আত্মনির্ভর ভারত,আত্মনির্ভর ভারত অভিযান, স্ট্রাট আপ ইন্ডিয়া, ডিজিটাল ইন্ডিয়ার মতন একাধিক প্রকল্পের সূচনা করেছে যার লক্ষ্যই হলো যুব সমাজ। 
তিনি বলেন, মহাকাশ ক্ষেত্রে নীতিতে সরকার বড় ধরনের পরিবর্তন এনেছে একই সঙ্গে প্রতিরক্ষা ক্ষেত্রে ভারত উৎপাদনে গুরুত্ব দিয়েছে। মোবাইল ফোন উৎপাদনে ভারত এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র হিসেবে উঠে এসেছে এবং স্ট্রাট আপ ইকো সিস্টেমে ভারত,বিশ্বের তৃতীয় বৃহত্তম দেশ রুপে পরিচিতি পেয়েছে।
 
উল্লেখ্য, দেশের ৪৫ টি স্থানে এই রোজকার মেলার আয়োজন করা হয়।
২০২২ সালের অক্টোবর মাসে এই রোজগার মেলার সূচনা হয়। এ পর্যন্ত দেশের ৫০ টি শহরে ১৩ টি রোজগার মেলা । কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক, ডাক বিভাগ ,উচ্চ শিক্ষা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক, আর্থিক পরিষেবা বিভাগ সহ অন্যান্য দপ্তরে,সফল প্রার্থীদের নিয়োগ পত্র দেওয়া হয়।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন