প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দুদিনের কুয়েত সফরে যাচ্ছেন। কুয়েতের আমির শেখ মেশাল আল আহমেদ আল জাবের আল সাবা-র আমন্ত্রণেই তাঁর এই সফর। সফরকালে শ্রী মোদী কুয়েতের নেতৃবৃন্দের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করবেন। সেদেশে বসবাসকারী ভারতীয়দের সঙ্গেও আজ তিনি এক বৈঠকে মিলিত হবেন। এছাড়া, একটি লেবার ক্যাম্প’ও তাঁর পরিদর্শন করার কথা। কুয়েতের আমিরের বিশেষ অতিথি হিসেবে শ্রী মোদী, ২৬-তম আরব ‘গালফ কাপ’-এর আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে তাঁর যোগদানের কথা।
আগামীকাল প্রধানমন্ত্রীকে বায়ান প্রাসাদে আনুষ্ঠানিকভাবে ‘গার্ড অফ অনার’ প্রদান করা হবে। তারপর তিনি কুয়েতের আমির ও যুবরাজের সঙ্গে পৃথক বৈঠকে মিলিত হবেন। কয়েতের প্রধানমন্ত্রীর সঙ্গেও তাঁর প্রতিনিধি পর্যায়ের বৈঠক করার কথা।
উল্লেখ্য, ৪৩ বছর পর কোনো ভারতীয় প্রধানমন্ত্রী উপসাগরীয় এই দেশ সফরে যাচ্ছেন। কুয়েত বর্তমানে উপসাগরীয় সহযোগিতা পরিষদের সভাপতির দায়িত্বে রয়েছে। প্রধানমন্ত্রীর এই সফর শুধুমাত্র যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো মজবুত করবে তাই নয়, বৃহত্তর ক্ষেত্রে উপসাগরীয় অঞ্চলের দেশগুলির সঙ্গেও ভারতের সম্পর্ক আরো নিবিঢ় করে তুলতে সহায়ক হবে।