প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাজস্হানের জয়পুরে ৪৬ হাজার ৩-শো কোটি টাকার বেশি মূল্যের জ্বালানি, সড়ক, রেল ও জল সংক্রান্ত ২৪-টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্হাপন করবেন। এই উপলক্ষে এক জনসভায় বক্তব্য রাখবেন তিনি। রাজস্হানের বর্তমান সরকারের বর্ষ পূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি অংশ নেবেন। রাজস্হান ও মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী এবং কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রীরও অনুষ্ঠানে উপস্হিত থাকার কথা।
জয়পুর থেকে আমাদের সংবাদদাতা জানাচ্ছেন, নবনিরা বাঁধ, স্মার্ট ইলেক্ট্রিক সিটি ট্রান্স মিশন নেট ওয়ার্ক, ভিলডি-যোধপুর-দেগানা-রতনগড় সেকশনের রেলের বিদ্যুতায়ন এবং দিল্লি ভদোদরা গ্রীণ ফিল্ড সহ বেশকিছু প্রকল্পের তিনি উদ্বোধন করবেন। ৯ হাজার ৪-শো কোটি টাকারও বেশি ব্যয়ে নবনিরা বাঁধ থেকে বিশালপুর জলাধার এবং ইসারধা বাঁধে চম্বল নদীর জল স্হানান্তরের জন্য একটি প্রকল্প আজ চালু হতে চলেছে।
প্রধানমন্ত্রী পুগালে ২ হাজার মেগাওয়াট সোলার পার্ক এবং দুটি পর্যায়ে ১ হাজার মেগাওয়ার্ট সোলার পার্কের দুটি ধাপে শিলান্যাস করবেন। পানীয় জল পরিবহনে কিছু গুরুত্বপূর্ণ উন্নয়নী প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্হাপনও করবেন তিনি।