প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২৯শে ডিসেম্বর আকাশবাণীতে তাঁর প্রতি মাসের বেতার অনুষ্ঠান ‘মন কি বাত’-এ দেশ এবং বিদেশের মানুষের সঙ্গে চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মন কি বাতের ১১৭তম পর্ব।
১৮০০-১১-৭৮০০ এই নিঃশুল্ক নম্বরে যে কেউ এও অনুষ্ঠানের জন্য তাদের চিন্তা ভাবনা এবং পরামর্শ জানাতে পারেন। নরেন্দ্র মোদী অ্যাপ বা MyGov ওপেন ফোরামের মাধ্যমেও মতামত জানানো যেতে পারে। তবে তা এই মাসের ২৭ তারিখ পর্যন্ত গ্রহণ করা হবে।
অনুষ্ঠানটি আকাশবাণী এবং দূরদর্শনের সব কোটি প্রচার তরঙ্গ, এআইআর নিউজ ওয়েবসাইট এবং নিউজএয়ার মোবাইল অ্যাপে সম্প্রচার করা হবে। এআইআর নিউজ, ডিডি নিউজ, পিএমও এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলগুলিতেও লাইভ স্ট্রিম করা হবে। আকাশবাণীতে হিন্দি ভাষায় সম্প্রচারের ঠিক পরেই আঞ্চলিক ভাষায় অনুষ্ঠানটি সম্প্রচার হবে ।