প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিনদিনের রাশিয়া ও অস্ট্রিয়া সকলের জন্য রওনা হয়েছেন। আজ রাশিয়ার উদ্দেশ্যে রওনা হওয়ার আগে প্রধানমন্ত্রী সোশ্যাল মিডিয়া পোস্টে বলেন, রাশিয়া ও অস্ট্রিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক আরো দৃঢ় করতে এই সফর এক সুন্দর সুযোগ এনে দিয়েছে। এই দেশগুলিতে বসবাসকারী ভারতীয়দের সঙ্গে আলাপচারিতার জন্য তিনি উন্মুখ হয়ে আছেন।
সফরের প্রথম পর্যায়ে ২২তম ভারত- রাশিয়া শীর্ষ সম্মেলনে যোগ দিতে মস্কোয় যাবেন শ্রী মোদী। বার্ষিক এই শীর্ষ সম্মেলনে প্রতিরক্ষা, বাণিজ্য, বিনিয়োগ, শক্তি, শিক্ষা, সংস্কৃতি সহ দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়েও রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন এবং প্রধানমন্ত্রী মতবিনিময় করবেন। মস্কোয় রোসাটম প্যাভিলিয়ন পরিদর্শনেরও কর্মসূচি রয়েছে তাঁর।
বিদেশ সচিব বিনয় কোয়াত্রা জানিয়েছেন, বার্ষিক এই শীর্ষ সম্মেলন ভারত ও রাশিয়ার মধ্যে সহযোগিতা আরও জোরদার করবে।
সংবাদমাধ্যমের সঙ্গে কথাবার্তায় রাশিয়ায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিনয় কুমার এই সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে অভিহিত করেন।
সফরের দ্বিতীয় পর্যায়ে আগামীকাল প্রধানমন্ত্রী অস্ট্রিয়া যাবেন। এটিই হবে তাঁর প্রথম অস্ট্রিয়া সফর। অস্ট্রিয়ার চ্যান্সেলরের সঙ্গে প্রতিনিধি পর্যায়ের আলোচনায় যোগ দেবেন তিনি। চ্যান্সেলর কার্ল নেহাম্মের সামাজিক গণমাধ্যমে একটি পোস্টে বলেছেন, এই সফর দু দেশের মধ্যে ৭৫ বছরের কূটনীতিক সম্পর্কের নতুন মাইল ফলক স্থাপন করবে।
শ্রী মোদিও চ্যান্সেলরকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, এই সফর দু দেশের সম্পর্কের ক্ষেত্রে ঐতিহাসিক ভূমিকা নিতে চলেছে।