প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে মুখ্য সচিবদের চতুর্থ জাতীয় সম্মেলনে পৌরোহিত্য করছেন। গতকাল তিনদিনের এই সম্মেলন শুরু হয়েছে।
এর উদ্দেশ্য হল, কেন্দ্র ও রাজ্যের মধ্যে অংশীদারিত্ব আরও মজবুত করার পাশাপাশি সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয় ব্যবস্হাকে আরও পরিশীলিত এবং দ্রুত বৃদ্ধি ও উন্নয়নের লক্ষ্য অর্জনে উন্নত সমন্বয় সুনিশ্চিত করা। মুখ্য সচিবদের জাতীয় সম্মেলন প্রথম অনুষ্ঠিত হয় ২০২২ সালের জুন মাসে। ২০২৩-এর জানুয়ারীতে দ্বিতীয় এবং গত বছরের ডিসেম্বর মাসে নতুন দিল্লিতে তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। আমাদের সংবাদদাতা জানাচ্ছেন, সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য সচিব ও শীর্ষ আধিকারিকরা এই সম্মেলনে উপস্হিত আছেন।
কেন্দ্র এবং রাজ্যের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করার যে লক্ষ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিয়েছে, তা সুনিশ্চিত করার জন্য মুখ্য সচিবদের এই সম্মেলনের আয়োজন করা হচ্ছে। চতুর্থ জাতীয় সম্মেলনের থিম – উদ্যোগে উৎসাহ প্রদান, কর্ম সংস্হান এবং দক্ষতা বৃদ্ধি। এর অধীনে ৬-টি ক্ষেত্রে বিশেষ জোর দেওয়া হচ্ছে। এগুলি হলো ম্যানুফ্যাকচারিং, পরিষেবা, কৃষিযোগ্য নয় এমন জমি, শহরাঞ্চল, পুনর্নবীকরণযোগ্য শক্তি এবং চক্রাকার অর্থনীতি।