প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গীতা জয়ন্তী উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় শ্রী মোদী বলেন, ভারতীয় সংস্কৃতি, আধ্যাত্মবোধ এবং ঐতিহ্যকে পথ দেখিয়ে নিয়ে চলা এই ঐশ্বরিক ধর্মগ্রন্থের জন্ম দিবস উপলক্ষ্যে আজকের এই পবিত্র উৎসব পালিত হছে।
ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করে তিনি জানান, ভগবত গীতা সকলকে কর্মযোগের পথ দেখাবে বলে তাঁর আশা।
এদিকে, মধ্যপ্রদেশে গীতা জয়ন্তী উপলক্ষ্যে ‘গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড’ সৃষ্টির জন্য গীতা পাঠের আয়োজন করা হচ্ছে। মুখ্যমন্ত্রী ডক্টর মোহন যাদব জানিয়েছেন, আন্তর্জাতিক গীতা মহোৎসবের আওতায় এই প্রথম ভোপাল ও উজ্জয়নীতে রাজ্যস্তরের অনুষ্ঠানে ৫ হাজার হাজার আচার্য গীতার তৃতীয় অধ্যায়, কর্মযোগ পাঠ করছেন।
উল্লেখ্য, মধ্যপ্রদেশ সরকার ৮ থেকে ১২ ডিসেম্বর ‘গীতা মহোৎসবে’র আয়োজন করেছে।