প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর, জাতীয় রাজধানী অঞ্চল এবং উত্তরপ্রদেশের যোগাযোগ এবং জীবনযাত্রার মানোন্নয়নে সহায়তা করবে। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে শ্রী মোদী বলেন, তাঁর সরকার দেশের জনগণের জন্য উন্নত মানের পরিকাঠামো গড়ে তোলা এবং যোগাযোগের শক্তিকে কাজে লাগাতে একাধিক পদক্ষেপ নিয়েছে।
উল্লেখ্য, গ্রেটার নয়ডার এই বিমানবন্দরে গতকাল পরীক্ষামূলকভাবে প্রথম বিমান অবতরন করে।