প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গঠনের লক্ষ্যে দেশের অগ্রগতির চালিকা শক্তি হয়ে উঠতে নাগরিকদের আহ্বান জানিয়েছেন। এই উপলক্ষ্যে আগামী মাসে “বিকশিত ভারত ইয়াং লিডারস ডায়ালগ” অনুষ্ঠিত হবে বলে প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন। প্রধানমন্ত্রী গতকাল আহমেদাবাদে বোচাসনবাসি অক্ষর পুরুষোত্তম স্বামীনারায়ণ (BAPS) সংস্থার স্বেচ্ছাসেবকদের দ্বারা নিঃস্বার্থ সেবার ৫০ বছর পূর্তি উপলক্ষে কর্মকার সুবর্ণ মহোৎসব-এ ভার্চুয়াল ভাষণ দিচ্ছিলেন। রাসায়নিকমুক্ত কৃষিতে এক বছর উৎসর্গ করা, বৈচিত্র্যের মধ্যে ঐক্য উদযাপন করা, মাদকের বিরুদ্ধে লড়াই করা এবং নদীকে পুনরুজ্জীবিত করার মতো অঙ্গীকার বিএপিএসের স্বেচ্ছাসেবকরা নিতে পারে বলে মোদী পরামর্শ দেন। ভুজ ভূমিকম্প, কেরালার বন্যা, উত্তরাখণ্ডের ভূমিধ্বস এবং কোভিড সংকটের সময় স্বেচ্ছাসেবকদের নিঃস্বার্থ পরিষেবার জন্য প্রধানমন্ত্রী প্রশংসা করেছেন। তিনি বলেন, ২৮টি দেশে বিএপিএস-এর এক হাজার মন্দির এবং ২১ হাজার আধ্যাত্মিক কেন্দ্র দেশের সংস্কৃতিকে তুলে ধরে।
Site Admin | December 8, 2024 10:07 AM