মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

December 7, 2024 10:24 AM

printer

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বোচা সন্ন্যাসী অক্ষর পুরুষোত্তম স্বামী নারায়ণ সংস্থা BAPS-এর কার্যকার সুবর্ণ মহোত্সবে ভার্চুয়ালি ভাষণ দেবেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বোচা সন্ন্যাসী অক্ষর পুরুষোত্তম স্বামী নারায়ণ সংস্থা BAPS-এর কার্যকার সুবর্ণ মহোত্সবে ভার্চুয়ালি ভাষণ দেবেন। গুজরাটের আমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আজ বিকেলে BAPS-এর স্বেচ্ছাসেবকদের এই সুবর্ণজয়ন্তী সমারোহে অন্যদের মধ্যে যোগ দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, গুজরাটের মুখ্যমন্ত্রী ভুপেন্দ্র প্যাটেল প্রমুখ। এই উপলক্ষে এক লক্ষ BAPS স্বেচ্ছাসেবককে আজ সম্বর্ধনাও জানানো হবে।

উল্লেখ্য, এবছর ২৮শে জানুয়ারি মহান্ত স্বামী মহারাজ সুরাটে বর্ষব্যাপী কার্যকর্তা সুবর্ণ মহোত্সবের সূচনা করেন। আজ সেই সুবর্ণজয়ন্তীর সামোরোহ শেষ হতে চলেছে। বিশ্বের ৩০টি দেশে এক লক্ষেরও বেশি স্বেচ্ছাসেবক আজকের ঐ অনুষ্ঠানে যোগ দেবেন।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন