মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

December 1, 2024 9:23 AM

printer

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দ্বিতীয় দিনেও অল ইন্ডিয়া ডিরেক্টর জেনারেল এবং ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ সম্মেলনে অংশ নেবেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দ্বিতীয় দিনেও অল ইন্ডিয়া ডিরেক্টর জেনারেল এবং ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ সম্মেলনে অংশ নেবেন। শুক্রবার ওড়িশার ভুবনেশ্বরে শুরু হওয়া তিন দিনব্যাপী সম্মেলনের আজ শেষ দিন।

আজকের আলোচনায় অভ্যন্তরীণ নিরাপত্তা, নতুন অপরাধ আইন, উপকূলীয় নিরাপত্তা, সাইবার অপরাধ, মাওবাদী হুমকি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ও ড্রোনের মতো উদীয়মান প্রযুক্তির চ্যালেঞ্জ ও সন্ত্রাসবিরোধী কৌশলগুলি নিয়ে আলোচনা হবে। কেন্দ্রীয়  স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন আলোচনায় অংশ নেবেন। বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের পুলিশ  মহানির্দেশক এবং আইজি-রা অপরাধ নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা সংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবিলার জন্য তাদের নিজ নিজ রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের রোডম্যাপ তুলে ধরেন। সম্মেলন শেষে প্রধানমন্ত্রী, আজ দিল্লী ফিরে যাবেন।  

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন