প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ভুবনেশ্বরে পুলিশের মহানির্দেশক ও ইন্সপেক্টর জেনারেলদের সর্বভারতীয় সম্মেলনে যোগ দিতে তিন দিনের সফরে আজ ওড়িশা যাচ্ছেন । ওড়িশায় প্রথমবার এই সম্মেলনের আয়োজন করা হচ্ছে। সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির পুলিশের মহানির্দেশকের পাশাপাশি সিআরপিএফ, RAW, এনএসজি, ইন্টেলিজেন্স ব্যুরো এবং এসপিজির প্রধানরা এখানে উপস্থিত থাকবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালেরও এই সম্মেলনে যোগ দেওয়ার কথা। অভ্যন্তরীণ নিরাপত্তা, সাইবার ক্রাইম, মাওবাদী সমস্যা, সন্ত্রাসবাদ মোকাবিলার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সম্মেলনে আলোচনা হবে।
Site Admin | November 29, 2024 9:26 AM