প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির ভারত মন্ডপমে আই সি এ বিশ্ব সমবায় সম্মেলনের উদ্বোধন করেছেন। আন্তর্জাতিক সমবায় জোট – আই সি এ দীর্ঘ ১৩০ বছরের ইতিহাসে এই প্রথম ভারতে এই সম্মেলন এবং সাধারণসভার আয়োজন করা হয়েছে। ভূটানের প্রধানমন্ত্রী দাশো সেরিং তোবগে এবং ফিজি-র উপ-প্রধানমন্ত্রী মানোয়া কামি-কামিকাও সম্মেলনে অংশ নিচ্ছেন। আমাদের সংবাদদাতা জানিয়েছেন, আই সি এ এবং ভারত সরকারের সহায়তায়, ভারতীয় কৃষক সার সমবায় সংগঠন – ইফকো, এই সম্মেলনের আয়োজন করেছে। ৬ দিন ব্যাপী এই অনুষ্ঠানে প্রায় ৩ হাজার বিদেশী এবং ভারতীয় প্রতিনিধি যোগ দিচ্ছেন। এবারের সম্মেলনের মূল ভাবনা – সকলের সমৃদ্ধির জন্য সমবায় ব্যবস্হা।
Site Admin | November 25, 2024 5:20 PM