ভারত শীঘ্রই বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গায়ানার জর্জটাউনে ন্যাশনাল কালচার সেন্টারে এ দেশে বসবাসকারী ভারতীয়দের সঙ্গে আলাপচারিতায় তিনি বলেন, ২০১৪-য় ভারত দশম বৃহত্তম অর্থনীতির দেশ ছিল। মাত্র ১০ বছরেই পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ হয়েছে ভারত। প্রধানমন্ত্রী বলেন, ভারতীয় যুবোরা দেশকে বিশ্বের তৃতীয় বৃহত্তম স্টার্ট-আপ ইকোসিস্টেমে পরিণত করেছে। দেশের এই বৃদ্ধি শুধুমাত্র অনুপ্রেরণামূলক নয়, তা অন্তর্ভুক্তিমূলক।
এর পাশাপাশি তিনি জানান, দেশের মানুষের জন্য ৫০০ মিলিয়ন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হয়েছে। এর মাধ্যমে মানুষ সরাসরি তাদের অ্যাকাউন্টে সরাসরি আর্থিক সহায়তা পান। ভারত ও গায়ানার বন্ধুত্ব জোরদার করার বার্তা দিয়ে শ্রী মোদী বলেন, সংস্কৃতি, ক্রিকেট ও খাবার দাবার দুই দেশকে সুদৃঢ় করে সংযুক্ত রেখেছে। নিজস্ব ঐতিহ্য সংস্কৃতিকে রক্ষা করার জন্য সে দেশের প্রবাসী ভারতীয়দের প্রশংসা করে শ্রী মোদী বলেন, প্রবাসী ভারতীয়রাই ভারতের সংস্কৃতি ও মূল্যবোধের দূত। গায়ানার উন্নয়নে সেখানকার প্রবাসী ভারতীয়দের বিভিন্ন ক্ষেত্রে অবদানের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।
গায়ানার রাষ্ট্রপতি ইরফান আলি তাঁর ভাষণে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের মর্যাদা ও গর্বকে এক অতুলনীয় পর্যায়ে নিয়ে গেছেন। আজ অনেক উন্নয়নশীল ও উন্নত দেশ প্রযুক্তি, গবেষণা ও উন্নয়নের জন্য ভারতের দিকে তাকিয়ে আছে। খেলা ও সংস্কৃতিক যোগ সূত্র দুদেশের ঐক্যকে সুদৃঢ় করেছে।
নাইজেরিয়া, ব্রাজিল ও গায়ানায় সফল সফল সেরে নতুন দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী।