মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

November 17, 2024 1:19 PM

printer

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিকেলে নাইজেরিয়ার রাষ্ট্রপতি বোলা আহমেদ তিনুবু-র সঙ্গে এক বৈঠকে মিলিত হবেন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিকেলে আবুজাতে নাইজেরিয়ার রাষ্ট্রপতি বোলা আহমেদ তিনুবু-র সঙ্গে এক বৈঠকে মিলিত হবেন। দুই নেতা দু-দেশের মধ্যেকার কৌশলগত অংশীদারিত্ব বিষয়ে পর্যালোচনা করবেন। এছাড়া দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতিতে তাঁদের মধ্যে আলোচনা হবে। শ্রী মোদীর সফরকালে দু-দেশের মধ্যে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রী মোদী পরে নাইজেরিয়ায় বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূতদের এক সভায় ভাষণ দেবেন।

আগেই জানানো হয়েছে গত রাত্রে দু-দিনের সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাইজেরিয়ায় পৌঁছন। ১৭ বছর পর এই প্রথম ভারতের কোন প্রধানমন্ত্রী সেদেশ সফরে গেলেন। নাইজেরিয়া সফর শেষে শ্রী মোদী দু-দিনের সফরে ব্রাজিলের রিওডি জেনিইরোতে যাবেন। তিনি সেখানে ব্রাজিলের রাষ্ট্রপতির পৌরোহিত্যে জি-টোয়েন্টি শীর্ষ বৈঠকে অংশ নেবেন। এই শীর্ষ বৈঠকে আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে ভারতের অবস্হান বিষয়ে প্রধানমন্ত্রী মোদী বক্তব্য রাখবেন। ব্রাজিল এবং দক্ষিণ আফ্রিকার সঙ্গে ভারতও জি-টোয়েন্টি ত্রৈ-র একাংশ। জি-টোয়েন্টি নতুন দিল্লির ঘোষণা পত্রের রূপদান এবং গ্লোবাল সাউথ শীর্ষ বৈঠকে ভারতের বক্তব্য শ্রী মোদী তুলে ধরবেন। জি-টোয়েন্টি শীর্ষ বৈঠকের পাশাপাশি শ্রী মোদী বিভিন্ন দেশের নেতৃবৃন্দের সঙ্গে মত বিনিময় করবেন বলে আশা করা হচ্ছে।

সফরের তৃতীয় পর্যায়ে শ্রী  মোদী ১৯ থেকে ২১-শে নভেম্বর গায়ানা সফর করবেন।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন