প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নাইজেরিয়া, ব্রাজিল ও গায়ানা সফরে রওনা হয়েছেন। পাঁচ দিনের এই সফরে রওনা হওয়ার আগে তিনি বলেন, পশ্চিম আফ্রিকা অঞ্চলে ভারতের ঘনিষ্ঠ অংশীদার নাইজেরিয়ায় এটি হবে তাঁর প্রথম সফর। গণতন্ত্র ও বহুত্ববাদের প্রতি অভিন্ন বিশ্বাসের ভিত্তিতে কৌশলগত অংশীদারিত্ব গড়ে তোলার ক্ষেত্রে এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
সফরের দ্বিতীয় পর্যায়ে ত্রৈকার সদস্য হিসেবে ব্রাজিলে ১৯তম G20 সম্মেলনে যোগ দেবেন শ্রী মোদি। তিনি বলেন, গত বছর ভারতের সভাপতিত্বে G20, জনগণের G20-তে উন্নীত হয়েছে।
তৃতীয় তথা চূড়ান্ত পর্যায়ে প্রধানমন্ত্রী যাবেন গায়নায়। শ্রী মোদী বলেন, রাষ্ট্রপতি মহম্মদ ইরফান আলির আমন্ত্রণে তিনি সেদেশে যাচ্ছেন। বৈঠকে উভয় নেতা অভিন্ন ঐতিহ্য, সংস্কৃতি ও মূল্যবোধের ভিত্তিতে গড়ে ওঠা কৌশল সম্পর্ক নিয়ে আলোচনা করবেন।