প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাইজিরিয়া, ব্রাজিল ও গায়না এই তিন দেশে ৬ দিনের সফর আজ শুরু হচ্ছে। ত্রিদেশীয় এই সফরের প্রথম পর্যায়ে শ্রী মোদী নাইজিরিয়ার রাষ্ট্রপতি বোলা আহমেদ টিনুবু-র আমন্ত্রণে প্রথমে সেদেশে যাবেন। ১৭ বছরের মধ্যে এই প্রথম ভারতীয় কোনো প্রধানমন্ত্রী সেদেশ সফর করছেন। নাইজিরিয়ায় দুদিনের সফরকালে প্রধানমন্ত্রীর দুদেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্বের অগ্রগতি পর্যালোচনা করে দেখেবেন। পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন নতুন দিকগুলিও খুঁজে দেখা হবে। এছাড়াও শ্রামোদী না ইজিরিয়ায় বসবাসরত ভারতীয়দের এক সমাবেশেও ভাষণ দেবেন।
উল্লেখ্য, ২০০৭ সাল থেকে ভারত ও নাইজিরিয়া অর্থনৈতিক, প্রতিরক্ষা সহযোগিতা ও শক্তি ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ অংশীদার। ২০০-রও বেশি ভারতীয় কোম্পানী নাইজিরিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে প্রায় ২ হাজার ৭০০ কোটি ডলার বিনিয়োগ করেছে।
নাইজিরিয়া থেকে প্রধানমন্ত্রী এমাসের ১৮ তারিখ যাবেন ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে। সেখানে তিনি রাষ্ট্রপতি লুই ইনাসিও লুলাডা সিলভার পৌরোহিত্যে জি টোয়েন্টি শিখর সম্মেলনে যোগ দেবেন। এই সম্মেলনে শ্রী মোদী বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে ভারতের ভূমিকা তুলে ধরবেন। এর পাশাপাশি জি টোয়েন্টি শীর্ষ বৈঠকের ফাঁকে বিভিন্ন নেতার সঙ্গেও তাঁর আলাপ আলোচনা করার কথা।
সফরের তৃতীয় ও চূড়ান্ত পর্যায়ে প্রধানমন্ত্রী যাবেন গায়নায়। ১৯৬৮ সালের পর এই প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রী সেদেশ সফর করছেন। গত বছর ইন্দোরে অনুষ্ঠিত সপ্তদশ প্রবাসী ভারতীয় দিবসের অনুষ্ঠানে গায়নার রাষ্ট্রপতি ডক্টর মহম্মদ ইরফান আলি প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। তাঁকে প্রবাসী ভারতীয় সম্মানে পুরষ্কৃত করা হয়। ১৯ থেকে ২১ শে নভেম্বর পর্যন্ত প্রধানমন্ত্রীর গায়না সফরকালে তিনি রাষ্ট্রপতির আলির সঙ্গে এক বৈঠকে মিলিত হবেন। এছাড়া অন্য বরিষ্ঠ নেতাদের সঙ্গেও তাঁর সাক্ষাতের কর্মসূচী রয়েছে। সেদেশে বসবাসকারী ভারতীয়দের এক সমাবেশেও ভাষণ দেবেন শ্রী মোদী। জর্জ টাউনে দ্বিতীয় ক্যারিকম ভারত শিখর সম্মেলনে অংশগ্রহণের কথা। ক্যারিবিও সম্প্রদায় ভুক্ত ১৫ টি সদস্য দেশের এই সংগঠন ক্যারিকমের নেতৃবৃন্দের সঙ্গেও দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার পন্থা পদ্ধতি নিয়ে আলোচনা করবেন তিনি।