প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আদিবাসী সমাজের শিক্ষা , চিকিৎসা ও কর্মসংস্থানের সুবন্দোবস্ত করাই এনডিএ সরকারের অগ্রাধিকারের তালিকায় রয়েছে। । সরকারের চালু করা প্রকল্পগুলি থেকেই এর প্রমাণ মেলে। বিভিন্ন কল্যানমূলক প্রকল্পের মাধ্যমে সরকার আদিবাসি সম্প্রদায়কে সমাজের মূল স্রোতে নিয়ে এসেছে। তিনি গতকাল আদিবাসী নেতা বিরসা মুন্ডার ১৫০ তম জন্মজয়ন্তী উপলক্ষে বিহারের জামুইয়ে আদিবাসী জনজাতীয় গৌরব দিবসের অনুষ্ঠানে ৬ হাজার ৬০০ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের সূচনা ও শিলান্যাস করেন।
শ্রী মোদী আরও বলেন, সিকল সেল রোগ নির্মূলে সরকার একনিষ্ঠ ভাবে কাজ চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যেই জনজাতির উন্নয়নে খোলা হয়েছে ৭শোর বেশী একলব্য স্কুল, আদিবাসী গবেষনা কেন্দ্র এবং বিশ্ববিদ্যালয়। প্রধানমন্ত্রী আরো জানান, আদিবাসী সম্প্রদায়ের ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণের পাশাপাশি গ্রামীণ ওষুধগুলিকেও চিহ্নিত করেছে। বর্তমানে সেগুলি চিকিৎসা বিজ্ঞানের মূল ধারায় নিয়ে আসার জন্য হু এর সঙ্গে আলোচনা চলছে বলেও প্রধানমন্ত্রী উল্লেখ করেন। পি এম জনমন এবং ধরতী আবা জনজাতীয় উতকর্ষ অভিযান, আদিবাসীদের কাছে বিভিন্ন প্রকল্পের সুবিধা সরাসরি যাতে পৌঁছে যায়, তা সুনিশ্চিত করেছে বলেও তিনি উল্লেখ করেন।
প্রধানমন্ত্রী এই উপলক্ষে বিরসা মুন্ডার স্মৃতিতে একটি মুদ্রা ও স্মারক ডাক টিকিট প্রকাশ করেন। পি এম জনজাতি আদিবাসী ন্যায় মহা অভিযান বা পি এম জম মনের আওতায় উপজাতি পরিবারগুবলির জন্য ১১ হাজার বাড়ির গৃহপ্রবেশেও ভার্চুয়ালি অংশ নেনে তিনি। আদাবিসী অধ্যুষিত এলাকাগুলিতে বিরসা মুন্ডা গৌরব উপবন চালু করার কথাও ঘোষণা করেন প্রধানমন্ত্রী। জনজাতিয় উৎকর্ষ গ্রাম অভিযানের আওতায় আদিবাসি গ্রামগুলির পরিকাঠামো উন্নয়নে ৮০ হাজার কোটি টাকা দেওয়া হবে বলেও তিনি জানান। আদিবাসি সমাজের জন্যে এ ধরনের দূরদর্শী উদ্যোগ গ্রহণের জন্যে রাষ্ট্রপতি দ্রউপদি মুরমুকেও ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।