প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশনায়কদের প্রতি কৃতজ্ঞতা জানাতে এবং তাঁদের দীর্ঘদিনের দাবী পূরণে ‘এক পদ এক পেনশন’ বাস্তবায়িত করার সিদ্ধান্ত এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই প্রকল্পের ১০ বছর পূর্তি উপলক্ষ্যে সামাজিক মাধ্যমের এক বার্তায় বলেন, দেশরক্ষার কাজে যে সমস্ত বীর সেনানি এবং প্রাক্তন সেনা আধিকারিকরা জীবন উৎসর্গ করেছেন, তাঁদের আত্মত্যাগ ও সাহসকে কুর্ণিশ জানাতেই এই উদ্যোগ নেওয়া হয়। এর ফলে কয়েক লক্ষ পেনশনভোগী এবং তাঁদের পরিবার উপকৃত হয়েছেন। শুধুমাত্র সংখ্যাতত্ত্বের নিরিখেই নয়, দেশের সশস্ত্র বাহিনীর কল্যাণে সরকারের দায়বদ্ধতার প্রতিফলন এই সিদ্ধান্ত। শ্রী মোদী আরো বলেন, সশস্ত্র বাহিনীকে আরো শক্তিশালী করার চেষ্টা সরকার নিরন্তর চালিয়ে যাবে।
উল্লেখ্য, কেন্দ্রের ‘এক পদ এক পেনশন’ প্রকল্প আজ ১০ বছর পূর্ণ করলো। প্রাক্তন সেনা আধিকারিকদের পেনশন প্রকল্পে স্বচ্ছতা এবং সমতা আনার লক্ষ্যে সরকারের এই রূপান্তরমূলক উদ্যোগ। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, এই প্রকল্পের অধীনে চলতি আর্থিক বছরে চার হাজার ৪৬৮ কোটি টাকার বেশী বরাদ্দ করা হয়েছে। ইতমধ্যেই ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত ৮৯৫ কোটি টাকার বেশী সুবিধাভোগীদের কাছে পৌঁছে গেছে।