প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং গ্রীসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিজ দু-দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন। দুই নেতার মধ্যে এক টেলিফোনে আলোচনায় বিভিন্ন আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিষয় নিয়ে মত বিনিময় হয়। ভারত, মধ্যপ্রাচ্য, ইউরোপের অর্থনৈতিক করিডোর এবং পশ্চিম এশিয়ার ঘটনাবলী নিয়ে দুই প্রধানমন্ত্রী আলাপ-আলোচনা করেন। ভারত – গ্রীস দ্বিপাক্ষিক সম্পর্ক গতি পাওয়ায় দুই নেতাই সন্তোষ ব্যক্ত করেন। বাণিজ্য, প্রতিরক্ষা, জাহাজ চলাচল সহ দু-দেশের মধ্যে সংযোগ রক্ষা সংক্রান্ত দ্বিপাক্ষিক সহযোগিতা বিষয়েও তাঁরা কথা বলেন।
আলোচনার সময় গ্রীসের প্রধানমন্ত্রী মিৎসোটাকিজ শ্রী মোদীকে ভারতের সাধারণ নির্বাচনে জয়ী হওয়ার জন্য অভিনন্দন জানান।