মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

October 28, 2024 12:47 PM

printer

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো স্যানচেজ্ আজ যৌথভাবে গুজরাটের ভদোদরায় টাটা এয়ার ক্র্যাফ্ট কমপ্লেক্সের উদ্বোধন করেছেন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো স্যানচেজ্ আজ যৌথভাবে গুজরাটের ভদোদরায় টাটা এয়ার ক্র্যাফ্ট কমপ্লেক্সের উদ্বোধন করেছেন। C-295 সামরিক বিমান তৈরির উদ্দেশে এই কমপ্লেক্স নির্মাণ করা হয়েছে। মেক-ইন-ইন্ডিয়ার অগ্রণী প্রকল্প হিসেবে এটি হলো বে-সরকারী ক্ষেত্রে প্রথম সামরিক বিমান তৈরির কারখানা।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বে বিমান তৈরির ক্ষেত্রে ভারতের অবস্হানকে আরও শক্তিশালী করবে টাটা এয়ার ক্র্যাফ্ট কমপ্লেক্স। এরফলে  ভারত – স্পেন সম্পর্ক আরও সুদৃঢ় হবে। পাশাপাশি মেক-ইন-ইন্ডিয়া এবং মেক ফর দ্যা ওয়ার্ল্ড মিশনও আরও শক্তিশালী হবে। প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে ভারতের অগ্রগতির কথা তুলে ধরে শ্রী মোদী বলেন, খুব শীঘ্রই ভারত গোটা বিশ্বের জন্য অসামরিক বিমানও তৈরি করবে। এবং দেশের অতি ক্ষুদ্র কুটির ও মাঝারি শিল্পদ্যোগ – MSME ক্ষেত্র গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

প্রধানমন্ত্রী বলেন, গত পাঁচ বছরে দেশে প্রায় ১ হাজার প্রতিরক্ষা স্টার্ট আপ গড়ে উঠেছে। গত ১০ বছরে সামরিক সরঞ্জাম রফতানি ৩০ গুণ বৃদ্ধি পেয়েছে। বর্তমানে ভারত ১-শো-টিরও বেশি দেশে প্রতিরক্ষা সামগ্রী রফতানি করছে।

স্পেনের প্রধানমন্ত্রী স্যানচেজ্ বলেন, এয়ার বাস স্পেন ও টাটা অ্যাডভান্সড সিস্টেমে যৌথ সহযোগিতায় তৈরি এই কমপ্লেক্স কর্ম সংস্হানে সুযোগ সৃষ্টি করবে। পাশাপাশি অন্যান্য ইউরোপীয় সংস্হার জন্য এদেশে বিনিয়োগের পথ খুলে দেবে।

দুই নেতা বিমানবন্দর থেকে টাটা এয়ারক্রাফ্ট কমপ্লেক্স পর্যন্ত একটি রোডশো-এ অংশ নেন। এরপর তারা প্রতিনিধি পর্যায়ের বৈঠকে অংশ নেবেন।

প্রধানমন্ত্রী আজ গুজরাটের আমরেলিতে ৪ হাজার ৯-শো কোটি টাকার এক গচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবে। দু-ধালায় ঢোলাকিয়া ফাউন্ডেশনের ভারতমাতা সরোবর – জল সংরক্ষণ কর্মসূচীরও উদ্বোধন করবেন।

 

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন