মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

October 27, 2024 5:40 PM

printer

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আজ মন কি বাত অনুষ্ঠানে তথাকথিত ‘ডিজিট্যাল অ্যারেস্ট’-এর ব্যাপারে জনগণকে সচেতন হতে অনুরোধ করেছেন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আজ মন কি বাত অনুষ্ঠানে তথাকথিত ‘ডিজিট্যাল অ্যারেস্ট’-এর ব্যাপারে জনগণকে সচেতন হতে অনুরোধ করেছেন। তিনি বলেন, ‘ডিজিট্যাল অ্যারেস্ট’ বলে কোনোকিছু হয়না। এব্যাপারে কোনো আইন’ই নেই। জেনে রাখা জরুরী যে, কখনোই কোনো তদন্তকারী এজেন্সি ফোন কল বা ভিডিওকলের মাধ্যমে এধরণের জেরা করেনা। প্রতারকরা দেশের নাগরিকদের ফোন করে নানাভাবে ফাঁদে ফেলার চেষ্টা করছে। রাজ্য ও কেন্দ্রীয় সরকার একত্রে এই ধরণের প্রতারণা রুখতে যথোপযুক্ত ব্যবস্থা নিচ্ছে। কিন্তু সাধারণ মানুষকেও এনিয়ে সচেতন থাকতে হবে। তিনি, এধরণের ফোনকল এলে কি কি পদক্ষেপ নিতে হবে, তা এদিনের মন কি বাতে তুলে ধরেছেন। এই পদক্ষেপ হল ‘থামো, ভাবো এবং ব্যবস্থা নাও’। শ্রী মোদী বলেছেন, এধরণের ঘটনা ঘটলে রাষ্ট্রীয় সাইবার হেল্পলাইন- 1930-তে ডায়াল করতে হবে। সেইসঙ্গে ‘সাইবার ক্রাইম ডট গভ ডট ইন’-এ রিপোর্ট’ও করতে হবে। সমস্ত তথ্য প্রমাণ হাতের কাছে রেখে এগোতে হবে। প্রধানমন্ত্রী বলেছেন, ‘ন্যাশনাল সাইবার কোঅর্ডিনেশন সেন্টার’ নামে একটি সংস্থা গঠন করা হয়েছে, যাদের কাজ হবে এইধরণের ছলচাতুরী আটকানো।

প্রধানমন্ত্রী বলেছেন, ভারত অ্যানিমেশন জগতে নতুন বিপ্লব আনার পথে চলেছে।প্রধানমন্ত্রী মনে করিয়ে দিয়েছেন, অ্যানিমেশন ক্ষেত্রে ভারতীয় উদ্ভাবনগুলি নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্যে ভরপুর। এগুলি গোটা বিশ্বেই জনপ্রিয় হয়ে উঠেছে। তিনি যুব সম্প্রদায়কে অনুরোধ করেন, এই ক্ষেত্রে তাঁদের সৃজনশীলতা যেন আরো বিস্তৃত করার লক্ষ্যে এগোয়।

শ্রী মোদী আত্মনির্ভর ভারত অভিযানের সাফল্যে সন্তোষ প্রকাশ করে বলেছেন, প্রতিটি ক্ষেত্রেই আত্মনির্ভরশীল হয়ে ওঠার দিকে দেশ দ্রুত এগিয়ে চলেছে। তিনি বলেন, একসময় ভারত সবচেয়ে বেশি প্রতিরক্ষা সামগ্রী আমদানি করত। এখন আমাদের দেশ ৮৫ টা দেশে প্রতিরক্ষা সামগ্রী রপ্তানি করে। তিনি আরও বলেন, আমরাই প্রথম চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করেছি। এশিয়ার বৃহত্তম ইমেজিং টেলিস্কোপ, মেস লাদাখের হানলেতে প্রতিষ্ঠিত করা হয়েছে। মাইনাস ৩০ ডিগ্রি সেলসিয়াসে ৪৩০০ মিটার উচ্চতায় সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি এই টেলিস্কোপ দেশের সাফল্যের অনন্য নজির। আরও একবার তিনি উত্সবের মরশুমে স্থানীয় জিনিস পত্র কেনার ব্যাপারে দেশের মানুষকে উদ্বুদ্ধ করেছেন।

মন কি বাতে প্রধানমন্ত্রী এদিন দেশের দুই বীর সেনানী সর্দার বল্লভভাই প্যাটেল ও ভগবান বিরসা মুন্ডার অবদানের কথা স্মরণ করেন। তিনি ঘোষণা করেন, সর্দার প্যাটেল ও ভগবান বিরসা মুন্ডার ১৫০ তম জন্মবার্ষিকী দেশ অত্যন্ত গুরুত্বের সঙ্গে পালন করবে। আগামী ৩১ শে অক্টোবর সর্দার প্যাটেলের ও ১৫ ই নভেম্বর ভগবান বিরসা মুন্ডার সার্ধশত জন্মবার্ষিকী। দুজনেরই জীবনের আদর্শ ছিল একটা – দেশের ঐক্য। শ্রী মোদী সর্দার প্যাটেলের চিন্তাধারা সম্পর্কে #Sardar150 ও ধরতি আবা বিরসা মুন্ডা সম্পর্কে #birsamunda150-তে মতামত জানাতে বলেন। এ প্রসঙ্গে তিনি বিরসা মুন্ডার জন্মস্থানে যাওয়ার স্মৃতিও শ্রোতাদের সঙ্গে শেয়ার করেছেন।

প্রধানমন্ত্রী বলেছেন, বিশ্বের বিভিন্ন অংশে ভারতীয় সংস্কৃতি ক্রমশ জনপ্রিয় হচ্ছে। এ প্রসঙ্গে উয়েকুস্ত শহরে কালিদাসের অভিজ্ঞান শকুন্তলমের অভিনয়, লাওসের রামায়ণ অভিনয়ের কথা স্মরণ করেন। তিনি আরও বলেন, কুয়েতের আবদুল্লা আল বরুণী সম্প্রতি রামায়ণ এবং মহাভারত আরবি ভাষায় অনুবাদ করেছেন। পেরুর এর্লিন্দা গার্সিয়া ভরতনাট্যম এবং মারিয়া ভলদেস ওড়িশি নৃত্য শেখাচ্ছেন। দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশে ভারতীয় ধ্রুপদী নৃত্য ক্রমশ জনপ্রিয় হচ্ছে।

মন কি বাতে শ্রী মোদী আজ সক্ষম ভারত গড়ে তুলতে ফিট ইন্ডিয়া কর্মসূচীর ওপর জোর দিয়েছেন।  

প্রধানমন্ত্রী এদিন হস্তলিখন বিশারদদের প্রসঙ্গেও তাঁর মতামত উল্লেখ করেন। তিনি বলেন, হস্তলিখন দেশের সংস্কৃতির অবিচ্ছেদ্য অঙ্গ।

এদিন প্রধানমন্ত্রী ধনতেরাস, দীপাবলী, ছট পুজো ও গুরুনানক জয়ন্তী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে বলেন, দিওয়ালির সঙ্গে সর্দার প্যাটেলের জন্মদিন একসঙ্গে পড়ে যাওয়ায় এবছর রান ফর ইউনিটি ৩১ শে অক্টোবরের পরিবর্তে ২৯ শে অক্টোবর অনুষ্ঠিত হবে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন