প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী সোমবার গুজরাটে কয়েকটি প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। তাঁর এই সফরকালে প্রধানমন্ত্রী , স্পেনের রাষ্ট্রপতি পেড্রো স্যাঞ্চেজের সঙ্গে যৌথভাবে টাটা বিমান কমপ্লেক্সের উদ্বোধন করবেন। টাটা অ্যাডভান্সড সিস্টেমস লিমিটেডের উদ্যোগে এই কমপ্লেক্সে C-295 বিমান তৈরী করা হবে। এটিই হবে ভারতে বেসরকারী ক্ষেত্রে প্রথম সামরিক বিমান নির্মাণ কারখানা। শ্রীমোদী এদিন আমরেলীতে ভারতমাতা সরোবরের উদ্বোধন করবেন। এছাড়াও চার হাজার নশো কোটি টাকার কয়েকটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। তিনি দুহাজার আটশো কোটি টাকার কয়েকটি সড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। প্রধানমন্ত্রী এগারোশো কোটি টাকা ব্যয়ে সম্পূর্ণ ভূজ-নালিয়া রেল-গেজ পরিবর্তন প্রকল্পটি জাতির উদ্দেশে উৎসর্গ করবেন। এছাড়াও প্রধানমন্ত্রী জলসরবরাহ ও পর্যটন কেন্দ্রিক উন্নয়ন প্রকল্পেরও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।