মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

October 25, 2024 9:22 PM

printer

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, জার্মানী দক্ষ ভারতীয় পেশাদারদের সেদেশে যাওয়ার ভিসার কোটা ২০ হাজার থেকে বাড়িয়ে ৯০ হাজার করেছে

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, জার্মানী দক্ষ ভারতীয় পেশাদারদের সেদেশে যাওয়ার ভিসার কোটা ২০ হাজার থেকে বাড়িয়ে ৯০ হাজার করেছে। নতুন দিল্লীতে অষ্টাদশ এশিয়া প্রশান্ত মহাসাগরীয় কনফারফেন্স অফ জার্মান বিজনেসে ভাষণ দিচ্ছিলেন। তিনি বলেন, ভিসা বাড়ানোর সিদ্ধান্তের লক্ষ্য জার্মানিতে দক্ষ কর্মীদের চাহিদা মেটানো এবং ভারতের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা জোরদার করা এবং ফলস্বরূপ, ভারতীয় পেশাদাররা জার্মানিতে চাকরির সুযোগ বৃদ্ধিকরবে, দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করবে। প্রধানমন্ত্রী বলেছেন-দক্ষতা প্রযুক্তি, উদ্ভাবন এবং পরিকাঠামো- ভারতের উন্নয়নের প্রধান চালিকাশক্তি। ভারত আজ গণতন্ত্র, জনবিন্যাস, চাহিদা এবং তথ্য -শক্তিশালী এই চারটি স্তম্ভের ওপর দাঁড়িয়ে। প্রধানমন্ত্রী নতুন দিল্লিতে আজ অষ্টাদশ এশীয়- প্রশান্ত মহাসাগরীয় কনফারেন্স অফ জার্মান বিজনেসে যোগ দিয়ে বলেন, উভয় দেশই প্রতিটি ক্ষেত্রে তাদের সম্পর্ক শক্তিশালী করেছে। ভারত- জার্মানি কৌশলগত অংশীদারিত্বের এবছরই ২৫ তম বর্ষ। আগামী ২৫ বছরে এই সম্পর্ক নতুন মাত্রায় পৌঁছাবে। সম্মেলনে জার্মান চ্যান্সেলর ওলফ সোলৎজ বলেন, ভারত বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ, অর্থনীতিতেও আন্তর্জাতিক দুনিয়ায় গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তিনি উভয় দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধির ওপর জোর দেন।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন