প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কাজানে ষোড়শ ব্রিকস শিখর সম্মেলনের ফাঁকে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। বৈঠকে প্রধানমন্ত্রী রাশিয়া-ইউক্রেন সংঘাত শান্তিপূর্ণভাবে সমাধান করার বিষয়ে ভারতের অবস্থান পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, মানবিক প্রচেষ্টাকে অগ্রাধিকার দিয়ে শান্তি ও স্থিতিশীলতার দ্রুত প্রত্যাবর্তনকে নতুনদিল্লি পুরোপুরি সমর্থন করে। এ ব্যাপারে সম্ভাব্য সবরকম সহযোগিতা দিতে ভারত প্রস্তুত।
কাজান বৈঠক নিয়ে তিনি বলেন তাঁর সাম্প্রতিক রাশিয়া সফর দু’দেশের ঘনিষ্ঠ সমন্বয় ও গভীর বন্ধুত্বের প্রতিফলন। এই শহরের সঙ্গে ভারতের গভীর ও ঐতিহাসিক সম্পর্ক রয়েছে এবং কাজানে ভারতের নতুন কনস্যুলেট চালু হলে তা আরও জোরদার হবে। প্রধানমন্ত্রী বলেন, ১৫ বছরে ব্রিকস তার বিশেষ পরিচয় তৈরি করেছে এবং এখন বিশ্বের অনেক দেশ এই জোটে যোগ দিতে চাইছে।