মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

September 11, 2024 12:47 PM

printer

 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, জলবায়ু পরিবর্তন এবং শক্তিক্ষেত্রে রূপান্তর এখন বিশ্বজনীন উদ্বেগের বিষয়

 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, জলবায়ু পরিবর্তন এবং শক্তিক্ষেত্রে রূপান্তর এখন বিশ্বজনীন উদ্বেগের বিষয়। কার্বন মুক্তির জন্য পরিবেশ বান্ধব হাইড্রোজেনের প্রসারে আন্তর্জাতিক অংশীদারিত্ব গুরুত্বপূর্ণ বলে’ও তিনি উল্লেখ করেন। আজ ভার্চুয়াল মাধ্যমে পরিবেশ বান্ধব হাইড্রোজেন বিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলনে ভাষণে শ্রী মোদী বলেন, সহযোগিতার মাধ্যমেই উতপাদন বৃদ্ধি, খরচ কমানো এবং দ্রুতগতিতে পরিকাঠামো তৈরী করা যেতে পারে। এটা বোঝার সময় এসেছে যে, জলবায়ু পরিবর্তন এখন আর ভবিষ্যতের সমস্যা নয়। আমরা এখনই তা’ অনুভব করছি। বিশ্ব জুড়ে নীতি নির্ধারণের ক্ষেত্রে শক্তির রূপান্তর এবং সুস্থিতি, কেন্দ্রীয় ভূমিকায় থাকা উচিত বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেন।

শ্রী মোদী বলেন, গত ১০ বছরে জীবাশ্ম জ্বালানির ওপর ভারতের নির্ভরতা কমেছে এবং অজীবাশ্ম শক্তির উতপাদনের ক্ষমতা বেড়েছে ৩০০ শতাংশ। এই সময়ে দেশের সৌরশক্তি উৎপাদন ক্ষমতাও তিন হাজার শতাংশ বেড়েছে বলে শ্রী মোদী জানিয়েছেন। তবে এই সাফল্যে থেমে না থেকে ভারত, বর্তমান পরিকাঠামোর আরো উন্নয়নের দিকে নজর রেখে কাজ করছে। এই লক্ষ্যে ২০২৩ সালে দেশে ন্যাশনাল গ্রিন হাইড্রোজেন মিশন-এর সূচনা হয়েছে বলেও প্রধানমন্ত্রী উল্লেখ করেন।    

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন