প্রধানমন্ত্রী নরন্দ্র মোদী বলেছেন, ভোটের লড়াই শেষ হয়েছে । মানুষ তাদের রায় জানিয়ে দিয়েছেন। এবার নির্বাচিত সব সাংসদের কর্তব্য এবং রাজনৈতিক দলগুলির দায়িত্ব, আগামী পাঁচ বছর দেশের জন্য লড়াই করা। সংসদের বাজেট অধিবেশনের সূচনায় আজ সকালে সংসদ ভবনের বাইরে আজ সাংবাদিকদের প্রধানমন্ত্রী বলেন, প্রায় ৬০ বছর পর কোন সরকার পরপর তৃতীয়বার ক্ষমতায় এসেছে। দেশবাসীকে তিনি যে যে গ্যারান্টি দিয়েছেন, সেগুলির বাস্তবায়নের লক্ষ্য নিয়ে এগোচ্ছে সরকার। প্রথমবার যারা নির্বাচিত হয়ে সংসদে এসেছেন, অন্তত তারা যাতে বলার সুযোগ পান, সেজন্য, সব দলের প্রতি আবেদন জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, আগামীকাল যে কেন্দ্রীয় বাজেট পেশ করা হবে, তা সামনের পাঁচ বছরের যাত্রাপথের দিক্ নির্দেশ এবং ২০৪৭-এর মধ্যে বিকশিত ভারতের স্বপ্ন সাকার করার ভিত্তি স্থাপন করবে।