মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

January 6, 2025 8:47 AM

printer

প্রধানমন্ত্রী নতুন দিল্লীর রোহিনীতে কেন্দ্রীয় আয়ুর্বেদ গবেষণা প্রতিষ্ঠানের নতুন ভবনের শিলান্যাস করেছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লীর রোহিনীতে কেন্দ্রীয় আয়ুর্বেদ গবেষণা প্রতিষ্ঠানের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্হাপন করেছেন। প্রায় ১৮৫ কোটি টাকা ব্যায়ে নতুন এই অত্যাধুনিক ভবনটি নির্মিত হবে। দুই দশমিক নয় দুই একর জায়গা নিয়ে তৈরি এই গবেষণাগারে প্রাচীন ঐতিহ্য ও আধুনিক প্রযুক্তির সহাবস্হান করবে। রোগ নিরাময় ও দক্ষতা বিকাশের জন্য নতুন নতুন সুযোগ উপলব্ধ হবে। গতকাল এই উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর ভাষণে বলেন, সরকার দরিদ্র মানুষের কাছে স্বাস্হ্য পরিষেবা সহজলভ্য করে তোলার বিষয়ে আন্তরিক। তিনি বলেন, সরকার আয়ুষ এবং আয়ুর্বেদের মতো ঐতিহ্যবাহী ভারতীয় ওষুধ ব্যবস্হার প্রচার করছে। তিনি বলেন, গত এক দশকে আয়ুষ ব্যবস্হা ১-শোটিরও বেশি দেশে বিস্তার লাভ করেছে।

কয়েক সপ্তাহ আগে তিনি অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদের দ্বিতীয় পর্বের সূচনা করেছেন। ভারতে বিশ্ব স্বাস্হ্য ও সুস্হতার রাজধানী হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই দিন আর বেশি দুরে নয়। যেদিন বিশ্ববাসী ভারতকে রোগ নিরাময়ের কেন্দ্র হিসেবে চিহ্নিত করবে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্হিত ছিলেন আয়ুষ মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতাপ রাও যাদব

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন