প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিনের সফরে আজ ভিয়েনতিয়েন রওনা হয়েছেন। তিনি সেখানে ২১ তম আশিয়ান ভারত শীর্ষ সম্মেলন ও ১৯ তম পূর্ব আশিয়া শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। সফরের প্রাক্কালে শ্রী মোদী বলেন, এ বছর ভারত পূবে তাকাও নীতির এক দশক পালন করছে। ভারতের ব্যাপক কৌশলগত অংশীদারিত্বের অগ্রগতি পর্যালোচনা করতে এবং সহযোগিতার ভবিষ্যত দিকনির্দেশনা করতে আসিয়ান নেতাদের সঙ্গে তিনি মতবিনিময় করবেন।
পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলন ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির চ্যালেঞ্জগুলি নিয়ে আলোচনা করবেন প্রধানমন্ত্রী।
লাও পিডিআর সহ এই অঞ্চলের সঙ্গে ঘনিষ্ঠ সাংস্কৃতিক সম্পর্ক ভারতের রয়েছে। বৌদ্ধধর্ম এবং রামায়ণের যৌথ ঐতিহ্য একে আরও সমৃদ্ধ করেছে। ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে শ্রী মোদী লাও পিডিআর নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন। তাঁর এই সফর আসিয়ান দেশগুলির সঙ্গে ভারতের সম্পর্ককে আরও শক্তিশালী করবে বলে প্রধানমন্ত্রী আশাবাদী।