প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কিমের জন্য পোর্টালে এখনও পর্যন্ত ১৯৩টি কোম্পানি প্রায় ৯১ হাজার শিক্ষানবিশকে সুযোগ দিয়েছে। কেন্দ্রীয় সরকার গত তিন তারিখ থেকে ইন্টার্নশিপের আবেদনের জন্য এই পোর্টালের সূচনা করেছে। তবে এটি একটি পাইলট প্রকল্প। বর্তমান অর্থ বর্ষে ১ লক্ষ ২৫ হাজার জনকে এই প্রকল্পে যুক্ত করার লক্ষমাত্রা ধার্য করা হয়েছে। pminternship.mca.gov.in এর মাধ্যমে
এটি কার্যকর করা হচ্ছে। পাইলট প্রকল্পে মোট ব্যয় হবে ৮০০ কোটি টাকা। আগামী ৫ বছরে ২১ থেকে ২৪ বছর বয়সী এক কোটি প্রার্থীর জন্য শিক্ষানবীশ কর্মসূচী বাস্তবায়ন করা হবে। একজন ইন্টার্ন ১ বছরের জন্য ছয় হাজার টাকা এককালীন এবং মাসিক পাঁচ হাজার টাকা পাবেন। ৩৬টি টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের ৭৩৭ জেলার নাগরিকরা এই সূযোগ পাবেন। তেল, গ্যাস, শক্তি, ভ্রমণ ,আতিথেয়তা, স্বয়ংচালিত , ব্যাংকিং এবং আর্থিক পরিষেবা সহ ২৪টি ক্ষেত্রে এই শিক্ষানবিশী করা যাবে ।