‘প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কিম’ PMIS-এর জন্য কলকাতায় একটি সহায়তা কেন্দ্র স্থাপন করবে কেন্দ্রীয় সরকার। কর্পোরেট বিষয়ক মন্ত্রক এবং বণিক সংঘ–CII এর যৌথ উদ্যোগে এটি গড়ে উঠবে। CII বর্তমানে ৪৭টি মডেল কেরিয়ার সেন্টার পরিচালনা করে। তারাই PMIS সেলগুলিকে একত্রিত করে প্রার্থীদের প্রয়োজনীয় দিশা নির্দেশ দেবে।
উল্লেখ্য, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ ‘প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কিম’ PMIS-এর জন্য একটি বিশেষ অ্যাপ্লিকেশন চালু করতে চলেছেন। এই উদ্যোগের লক্ষ্য হল – প্রকল্পটিতে অংশগ্রহণ বৃদ্ধি এবং আবেদন করার প্রক্রিয়া আরো সহজ করা।
৩১শে মার্চ পর্যন্ত প্রার্থীরা ‘প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কিমে’র জন্য আবেদন করতে পারবেন।