প্রধানমন্ত্রী আজ সন্ধ্যায় বন্দর সেরি বেগাওয়ানে ভারতীয় হাইকমিশনের নতুন চ্যান্সারি উদ্বোধন করেছেন।একটি প্রদীপ জ্বালিয়ে নতুন চ্যান্সারিতে তিনি একটি ফলক উন্মোচন করেন। চ্যান্সেরি কমপ্লেক্স ভারতীয় ঐতিহ্য ও সংস্কৃতিকে প্রতিফলিত করে। মার্জিত ক্ল্যাডিংস এবং টেকসই কোটা পাথরের ব্যবহার এর নান্দনিক আবেদনকে আরও বাড়িয়ে তুলেছে। প্রধানমন্ত্রী উদ্বোধনে উপস্থিত ভারতীয় সম্প্রদায়ের সদস্যদের সাথে মতবিনিময় করেন। তিনি দুই দেশের মধ্যে একটি জীবন্ত সেতু হিসেবে তাদের অবদানের প্রশংসা করেন 1920-এর দশকে তেল আবিষ্কারের মাধ্যমে ব্রুনাইতে ভারতীয়দের আগমনের প্রথম পর্ব শুরু হয়। বর্তমানে প্রায় ১৪ হাজার ভারতীয় ব্রুনাইতে বসবাস করছেন। শ্রী মোদী ব্রুনাইয়ের ওমর আলী সাইফুদ্দিন মসজিদও পরিদর্শন করেন।
ব্রুনাই থেকে তিনি আগামীকাল সিঙ্গাপুরে যাবেন। শ্রী মোদীর রাষ্ট্রপতি থারমান শানমুগারত্ম, প্রধানমন্ত্রীলরেন্স ওং, প্রবীণ নেতা লি সিয়েন লুং এবং গোহ চোক টং-এর সঙ্গেসাক্ষাৎ করার কথা।