মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

September 9, 2024 4:13 PM

printer

প্রধানমন্ত্রী আজ ভারত সফররত আবুধাবির যুবরাজের সঙ্গে বৈঠকে করেছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভারত সফররত আবুধাবির যুবরাজ শেখ খালেদ বিন মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠকে বসেছেন । ভারত ও সংযুক্ত আরব আমিরশাহের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়ে তাঁদের বিস্তারিত আলোচনা হচ্ছে বলে খবর।  

     যুবরাজ হিসেবে তাঁর প্রথম ভারত সফরে শেখ খালেদ, গত সন্ধ্যাতেই নতুনদিল্লি পৌঁছেছেন। তিনি আজ রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও সাক্ষাতের কর্মসূচি রয়েছে তাঁর

     আগামীকাল, যুবরাজ মুম্বাই যাবেন। সেখানে বানিজ্যিক ফোরামে অংশ নেবেন তিনি। উপস্থিত থাকবেন ব্যবসায়িক ক্ষেত্রে দুই দেশের অগ্রনী ব্যক্তিত্বরা।  

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ভারত ও সংযুক্ত আরব আমীরশাহীর মধ্যে রাজনৈতিক, বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ, শক্তি, প্রযুক্তি, শিক্ষা ও সংস্কৃতি সহ বিভিন্ন ক্ষেত্রে সুসংহত অংশীদারিত্ব আরও গভীর হয়েছে। যুবরাজের এই সফর দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করবে বলে মনে করা হচ্ছে।  

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন