নাইজেরিয়ার অর্থনীতিতে ভারতীয়দের যথেষ্ট অবদান রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্তব্য করেছেন। নাইজেরিয়ার আবুজায় ্গত সন্ধ্যায় ভারতীয় সম্প্রদায়ের উদ্দেশে তিনি ভাষণ দেন। শ্রী মোদী বলেন, সেদেশে বসবাসকারী প্রত্যেক ভারতীয় এদেশকে গর্বিত করেছেন। ভারতীয় সংস্থাগুলি নাইজেরিয়ার অর্থনীতিকে আরও শক্তিশালী করে তুলছে।
ভারতীয়রা নাইজেরিয়ায় যোগাভ্যাসকে জনপ্রিয় করে তুলেছেন। সেদেশের জাতীয় টেলিভিশনে যোগব্যায়াম বিষয়ক একটি সাপ্তাহিক অনুষ্ঠান সম্প্রচারিত হয়। নাইজেরিয়ার জাতীয় পুরস্কারে ভূষিত করার জন্য শ্রী মোদী, রাষ্ট্রপতি বোলা আহমেদ তিনুবু এবং সেদেশের জনগনকে ধন্যবাদ জানান।
আগেই জানানো হয়েছে, শ্রী মোদীকে গতকাল Grand Commandar of the Order of Niger বা জিকন সম্মান প্রদান করা হয়েছে। ব্রিটেনের রানী এলিজাবেথের পর, প্রধানমন্ত্রী মোদীই হলেন এই সম্মানে ভূষিত দ্বিতীয় বিদেশী রাষ্ট্রনেতা।
নাইজেরিয়ায় বন্যাদুর্গতদের সাহায্যার্থে ভারত, ২০ টন মানবিক সহায়তা পাঠাচ্ছে বলে প্রধানমন্ত্রী জানান । ব্রিকস-এর অংশীদার দেশ হবার জন্য নাইজেরিয়াকে অভিনন্দন জানান তিনি।
এর আগে আবুজায় রাষ্ট্রপতি ভিলায় সেদেশের প্রধানমন্ত্রী মোদী এবং রাষ্ট্রপতি তিনুবু বৈঠক করেন। দু-দেশের কৌশলগত অংশীদারিত্ব এবং দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধির উপায় নিয়ে দুই নেতা কথা বলেন। তাঁদের মধ্যে বেশ কয়েকটি সমঝোতা স্মারকপত্র-মৌ-ও স্বাক্ষরিত হয়েছে।
বিদেশমন্ত্রক জানিয়েছে, বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, জ্বালানি, স্বাস্থ্য, সংস্কৃতি এবং দুদেশের জনগণের সম্পর্ক নিয়ে তাঁদের আলোচনা হয়েছে। আবুজায় সাংবাদিকদের দপ্তরের অর্থনৈতিক সম্পর্ক বিষয়ক সচিব দাম্মু রাভি বলেন, দুই নেতা দক্ষিনী বিশ্বের উন্নয়নে একযোগে কাজ করার ব্যাপারে পুনরায় অঙ্গীকারবদ্ধ হন।