প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিহারের রাজগিরে #NalandaUniversity’এর নতুন ক্যাম্পাসের উদ্বোধন করেছেন। তিনি নতুন ক্যাম্পাসের একটি ফলক উন্মোচন করেন।
তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন, নালন্দা বিশ্ববিদ্যালয়-এর প্রাচীন ঐতিহ্য ভারতকে মহিমান্বিত করেছে। শিক্ষা সংস্কৃতিতে বর্হিবিশ্বে ভারতের মর্যাদা বৃদ্ধি করেছিল নালন্দা।
উল্লেখ্য, ভারত এবং ইস্ট এশিয়া সামিট (ইএএস) দেশগুলির যৌথ উদ্যোগে এই বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছে। আজকের উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর, বিহারের
রাজ্যপাল রাজেন্দ্র আরলেকর, মুখ্যমন্ত্রই নিতিশ কুমার প্রমুখ। ১৭ টি দেশের রাষ্ট্রদূতরা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এই ক্যাম্পাসে দুটি অ্যাকাডেমিক ব্লক রয়েছে। প্রতিটিতে ৪০টি করে শ্রেণীকক্ষ আছে। প্রায় ১ হাজার ৯০০ জন ছাত্রছাত্রীরা এখানে পড়াশোনার সুযোগ পাবেন। এছাড়াও ৩০০ আসন বিশিষ্ট দুটি প্রেক্ষাগৃহ-ও তৈরি করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রা্বাসে ৫৫০ জন থাকতে পারবেন।
বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসটি পরিবেশ বান্ধব। এখান থেকে কোন কার্বন নিঃসরণ হবে না। নিজস্ব সৌরবিদ্যুৎ কেন্দ্র ছাড়াও এখানে রয়েছে পানীয় জল পরিশোধনের কেন্দ্রও। বর্জ্য জল পুনর্ব্যবহার করার উপযোগী কেন্দ্র গড়ে তোলা হয়েছে। এছাড়াও এখানে ১০০ একরের জলাভূমি রয়েছে।
মূল নালন্দা বিশ্ববিদ্যালয়টি স্থাপিত হয়েছিল ১৬০০ বছর আগে। মনে করা হয়, এটিই ছিল বিশ্বের প্রথম আবাসিক বিশ্ববিদ্যালয়। ২০১৬-য় নালন্দার ধ্বংসাবশেষকে রাষ্ট্রসংঘ ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করা হয়।