প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুনদিল্লিতে রাইসিনা সংলাপের দশম সংস্করণের উদ্বোধন করবেন। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুক্সন প্রধান অতিথি হিসেবে উদ্বোধনী অধিবেশনে যোগ দেবেন এবং মূল ভাষণ দেবেন। আগামী বুধবার পর্যন্ত তিন দিনের এই সংলাপ অনুষ্ঠিত হবে।
এই সংলাপের এবারের মূল ভাবনা হল “কালচক্র – মানুষ, শান্তি এবং গ্রহ”। বিশ্বের বিভিন্ন বিষয়ের নীতিনির্ধারক এবং চিন্তাশীল ব্যক্তিরা ছয়টি মূল বিষয়ের উপর বিভিন্ন ফর্ম্যাটে আলোচনার মাধ্যমে মতবিনিময় করবেন।